Read Time:1 Minute, 50 Second

প্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) ইতালিতে রবিবার আরও ৬৫১ জনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় দেশটিতে মারা যান ৭৯৩ জন।

আলজাজিরা জানায়, এনিয়ে ইতালিতে করোনায় মৃতের সংখ্যা ৫ হাজার ৪৭৬ জনে দাঁড়িয়েছে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৫৯ হাজার ১৩৮ জন।

জনস হপকিন্স ইউনিভার্সিটির সংরক্ষিত তথ্য অনুযায়ী সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩৫ হাজার ৯৯৭ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৪১ জনে।

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ২৭৬ জনে। দেশটিতে এখন পর্যন্ত ৪০০ জনের বেশি মারা গেছে বলে জানিয়েছে সিএনএন।

বিবিসি জানিয়েছে, করোনা ছড়িয়ে পড়ার কেন্দ্র চীনে রবিবার নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৯ জন। আগের দিন আক্রান্তের সংখ্যা ছিল ৪৬ জন। সব মিলিয়ে চীনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ৪৩২ জনে।

এদিকে করোনার প্রাদুর্ভাবের কারণে শেষ পর্যন্ত টোকিও অলিম্পিক স্থগিত করা ‘অনিবার্য’ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। ইতোমধ্যে করোনার কারণে টোকিও অলিম্পিকে অংশ গ্রহণ না করার ঘোষণা দিয়েছে কানাডা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ভারতের রাজধানী নয়াদিল্লি লকডাউন
Next post সৌদিতে করোনা আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়াল
Close