Read Time:1 Minute, 48 Second

অস্ট্রিয়া নারায়ণগঞ্জ অ্যাসোসিয়েশনের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। অস্ট্রিয়ার পার্শ্ববর্তী দেশ চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে এ বনভোজনের আয়োজন করা হয়।

সোমবার (১ জুলাই) সকাল ৮টায় রাজধানী ভিয়েনা থেকে প্রাগের উদ্দেশ্যে যাত্রা শুরুর মাধ্যমে বনভোজনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ আয়োজনের মূল আকর্ষণ ছিল প্রাগের ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন, গেম শো এবং কুইজ প্রতিযোগিতা।

austria

লটারি ড্রয়ের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এছাড়া শিশুদের জন্য অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিশেষ পুরস্কার ছিল। বনভোজনে বিভিন্ন রকম দেশীয় খাবারের ব্যবস্থা ছিল।

বনভোজনে উপস্থিত ছিলেন অস্ট্রিয়া নারায়ণগঞ্জ অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমান বকুল, সাধারণ সম্পাদক আহমেদ ফিরোজ, সহ-সভাপতি মাহবুব খান, সহ-সাধারণ সম্পদক মোমেন ও বাবু, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, করিম খান, ইকবাল মোহাম্মদ, শামসুর রহমান, রাসেলসহ প্রাবসী বাংলাদেশিরা। এছাড়া নারায়ণগঞ্জের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বনভোজনের খোঁজ-খবর নেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post মালয়েশিয়ায় বৃহত্তর নোয়াখালীর চার শিক্ষককে সংবর্ধনা
Next post অস্ট্রিয়ায় মেয়র আইভীকে ফুলেল শুভেচ্ছা
Close