Read Time:3 Minute, 11 Second

বিভাগীয় ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক পুরস্কারে ভূষিত হয়ে সরকারী সফরে মালয়েশিয়ায় আসা বৃহত্তর নোয়াখালীর চার শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়েছে। 

সংবর্ধনা প্রাপ্তরা হলেন, ফেনী জেলার দাগনভুইয়া আতাতুর্ক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইস্তেহারা খানম ( শ্রেষ্ঠ শিক্ষক, বিভাগ), ফেনী সদর বিজয় সিংহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাসেম (শ্রেষ্ঠ শিক্ষক, জেলা), নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার একলাশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক শাহনাজ বেগম ( শ্রেষ্ঠ শিক্ষক, জেলা) ও সেনবাগ উপজেলার শায়েস্তা নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক প্রবীর রঞ্জন ভৌমিক (শ্রেষ্ঠ শিক্ষক, জেলা)। গত ২৯শে জুন শনিবার বিকাল ৫টায় রাজধানী কুয়ালালামপুরের হোটেল ইস্তানার গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত মালয়েশিয়াস্থ বৃহত্তর নোয়াখালী সমিতির উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

সমিতির সভাপতি দাতো আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. হেদায়েতুল ইসলাম মন্ডল। পরে তিনি ওই চার শিক্ষকের হাতে ক্রেস্ট তুলে দেন । 

সংক্ষিপ্ত বক্তৃতায় হেদায়েতুল ইসলাম মণ্ডল বলেন, আমি নিজে একজন স্কুল শিক্ষকের সন্তান হয়ে আজ অন্য চারজন স্কুল শিক্ষকের হাতে পুরস্কার তুলে দিচ্ছি, তাই নিজেকে আজ অত্যান্ত সৌভাগ্যবান মনে করছি। এসময় তিনি এমন সুন্দর একটা আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

এসময় মালয়েশিয়াস্থ বৃহত্তর নোয়াখালী সমিতির উপদেষ্টা মো. শাহজাহান, সাধারণ সম্পাদক হাজী ওবায়দুল হক, সহ সভাপতি মোস্তাফিজুর রহমান ঝন্টু, কোষাধ্যক্ষ বাহার উদ্দিন, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম হিরন, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান, ইকবাল হোসেন, মো. সাইফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক সজল আক্তার, সহ-কোষাধ্যক্ষ মো. নাসির উদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করবে ভারতীয়রা
Next post অস্ট্রিয়া নারায়ণগঞ্জ অ্যাসোসিয়েশনের বনভোজন
Close