Read Time:2 Minute, 19 Second

লস এঞ্জেলেস প্রবাসী সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মিজানুর রহমান (শাহিন) গত ২১ মার্চ সকাল ১১টার দিকে অরেঞ্জ কাউন্টির সেন্ট জোসেফ হাসপাতালে মারা গেছেন। তিনি স্ত্রী ও তিন পুত্র সহ অগনিত আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব রেখে গেছেন।

তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
মরহুম মিজানুর রহমান (৬৩) একজন নাট্যকর্মী ও সংগীত শিল্পী ছিলেন। আশির দশকে তিনি মরহুম এসএম সোলায়মানের সাথে পদাতিক নাট্যগোষ্টির সাথে জড়িত ছিলেন। তিনি দীর্ঘ দিন যাবৎ লস এঞ্জেলেসের সাংস্কৃতিক জগতের কর্মকাণ্ডে জড়িত ছিলেন। উত্তর আমেরিকায় প্রথম তিনিই লোকজ উৎসবের আয়োজন করেন। লস এঞ্জেলেস কমিউনিটি সেন্টার চালু করার অন্যতম একজন। সমাজিক, রাজনৈতিক কর্মকাণ্ডেও তার অবদনা অনস্বীকার্য। তিনি লস এঞ্জেলেসে বাংলাদেশ আওয়ামী লীগ, ক্যালিফোর্নিয়া ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে বহাল ছিলেন।

তার মৃতু্যর সংবাদে দেশে বিদেশে পরিচিতদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সদা হাস্যউজ্জল মিজানুর রহমারেন জানাজার নামাজ গত ২২ শে মার্চ শুক্রবার বাদ জুম্মা অরেঞ্জ কাউন্টির গার্ডেন গ্রোভ মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠন থেকে শোক বার্ত প্রেরণ করে তার আত্মার মাগফিরাত কামনা করেছে। লস এঞ্জেলেস কমিউনিটি তার মৃতু্যতে একজন হিতাকাঙ্খি মানুষ কে হারালো।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post নিউজিল্যান্ডে মসজিদে হামলার প্রতিবাদে মাদ্রিদে সমাবেশ
Next post বাফলা ইউথ কর্তৃক লিটল বাংলাদেশ বিউটিফিকেশন
Close