বাংলাদেশ দল ও সমর্থকদের মনে অনেকগুলো ফাইনাল হারার রক্তক্ষরণ। ভারতের বিপক্ষে ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হার। এরপর ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির হারে আবার অশ্রুসজল টাইগাররা। তবে নিদাহাস কাপের ফাইনাল ম্যাচে দলের খেলোয়াড়দের ওপর কোন চাপ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।
কলম্বোয় সাংবাদিকদের টাইগার অধিনায়ক বলেন, ‘শ্রীলংকার বিপক্ষে জয়ের পর থেকে বাংলাদেশ দল কোন ধরণের চাপ নিচ্ছে না। খেলোয়াড়রা খোশ মেজাজে রয়েছে। তাদের মধ্যে ফাইনাল ম্যাচ বলে আলাদা কোন চাপ নেই।’
চাপ মনে করলেই চাপ উল্লেখ করে সাকিব বলেন, ‘আমরা পুরো সিরিজটা যেভাবে সামলে এসেছি ফাইনালটাও সেভাবে সামলাতে চাই। দল এখন পর্যন্ত যেভাবে আছে সেরকম চাপমুক্ত থাকলেই আমাদের জন্য ভালো।’ টি২০ তে ভালো খেলতে হলে মানসিক চাপ থেকে মুক্ত থাকা জরুরি বলে মনে করেন সাকিব।
বামহাতি এই অলরাউন্ডার বলেন, ‘আমরা ভারতের বিপক্ষের ম্যাচটা বড় কোন ফাইনাল বলে মনে করছি না। এটা মাথায় আনলেই দল চাপে পড়ে যাবে। এই চাপটা না নিলেই দল ভালো খেলবে।’
সাকিব মনে করেন, ভারতের বিপক্ষে ম্যাচটা হবে ব্যাট-বলের খেলা। ‘ভারতের ব্যাটসম্যানরা অনেক অভিজ্ঞ। আমরা জানি তারা মাঠে কী করতে পারে। কিন্তু আমরা ব্যাট হাতে তাদের রান করাটা সহজ হতে দেব না’- বলেন সদ্য চোট থেকে ওঠা সাকিব।
More Stories
সাইবার ক্রাইমের শিকার আইসিসি, খোয়া ২.৫ মিলিয়ন ডলার
সাইবার ক্রাইমের শিকার হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। যুক্তরাষ্ট্রের একটি প্রতারক চক্র ২০২২ সালে সংস্থাটির ২.৫ মিলিয়ন ডলারের মতো...
ম্যাচ হারলেও গোল্ডেন বুট এমবাপ্পের
কাতার বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। দল হারলেও কিলিয়ান এমবাপ্পে ফাইনালে হ্যাট্রিকসহ টুর্নামেন্টে মোট ৮ গোল করে...
টুর্নামেন্ট সেরা হয়ে ‘গোল্ডেন বল’ জিতলেন মেসি
আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপার স্বাদ পাইয়ে দিয়েছেন লিওনেল মেসি। শিরোপা নির্ধারণী ম্যাচে নাটকীয়তা শেষে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে...
৩৬ বছরের অপেক্ষা ঘুচিয়ে মেসির আর্জেন্টিনার বিশ্বকাপ জয়
বিশ্বকাপ ফুটবলের মহারণে মেসি ম্যাজিকের সঙ্গে ভালোই পাল্লা দিলো এমবাপ্পে জাদু। অতিরিক্ত সময়ের শেষ দিকে মেসির গোলে ৩-২ গোলে এগিয়ে...
মরক্কোকে হারিয়ে তৃতীয় ক্রোয়েশিয়া
কাতার বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চমক দেখাতে পারল না মরক্কো। দারুণ খেলেও ক্রোয়েশিয়ার কাছে ২-১ গোলে হেরেছে দলটি। গত...
ইতিহাস গড়ে সেমিফাইনালে মরক্কো
ক্যামেরা বারবার খুঁজে ফিরছিল রোনালদোর বিষন্ন চেহারাকে। শেষবারের মত বিশ্বকাপে খেলতে এসে দেশকে অধরা এই ট্রফি জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন ক্রিস্টিয়ানো...