মালয়েশিয়ার পাহাং প্রদেশের ক্যামেরুন হাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে গণশুনানী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় তানারতা কাসাডেলা রসা হোটেলের বলরুমে রাষ্ট্রদূত মুহা. শহীদুল ইসলামের সভাপতিত্বে ও শ্রম কাউন্সিলর মো. সায়েদুল ইসলামের পরিচালনায় গণশুনানী ও মতবিনিময় সভা চলে রাত সাড়ে ৯টা পর্যন্ত।
এসময় উপস্থিত সেবা প্রত্যাশীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দূতাবাসের কর্মকর্তারা। সেবা প্রত্যাশীদের প্রশ্নের জবাবে লেবার কাউন্সিলর মো. সাইয়েদুল ইসলাম বলেন, যারা রি-হিয়ারিং এর সুযোগ নিয়ে এখনও বৈধ হতে পারেন নাই তারা এই প্রক্রিয়ায় আর বৈধতার সুযোগ পাবে না। তাছাড়া নাম ও বয়স জটিলতার তাৎক্ষণিক সমাধান দূতাবাস থেকে আর দেয়া হবে না। তবে যারা নিয়ম মেনে সংশোধনের জন্য আবেদন করবে তাদের পাসপোর্ট ৪০/৪৫ দিনের মধ্যে সরবরাহ করা হবে।
সভাপতির বক্তব্যে রাষ্ট্রদূত মুহা. শহীদুল ইসলাম বলেন, কেউ যদি দূতাবাস থেকে সেবা না পায় তবে তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। এমনকি দূতাবাসের কোন কর্মকর্তা যদি ঘুষ দাবি করে তবে সেটাও আমাকে অবহিত করতে পারেন।
তিনি আরও জানান, দূতাবাসের সেবা আরও বেগবান করার লক্ষ্যে নতুন ৩৯ জন কর্মকর্তা-কর্মচারি নিয়োগ দেয়া হয়েছে। তা ছাড়া দূতাবাসের পাশাপাশি প্রত্যেকটি প্রদেশে সেবা প্রত্যাশীদের সেবা দিয়ে আসছে দূতাবাস।
ক্যামেরুন হাইল্যান্ডে কর্মরত প্রবাসীদের উদ্দেশ্যে রাষ্ট্রদূত বলেন, দেশের সম্মান বজায় রেখে যে দেশে বসবাস করছেন সে দেশের আইন মেনে চলুন। আপনাদের ব্যবহারে-চলনে কর্মক্ষেত্রে আপনাদের সম্মানের পাশাপাশি দেশের সম্মান বাড়বে।
এসময় গণশুনানী ও মতবিনিময় সভায় প্রায় দু-শতাধিক সেবা প্রত্যাশী উপস্থিত ছিলেন।
More Stories
যুক্তরাষ্ট্রে মোটরসাইকেল মিছিলে গুলিতে নিহত ৩
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে একটি মোটরসাইকেল শোভাযাত্রায় গুলিতে ৩ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। শনিবার রেড রিভার শহরে...
দুই দিনে সৌদি পৌঁছেছেন ৩ হাজার ৪৬৯ হজযাত্রী
হজ ফ্লাইট শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৩ হাজার ৪৬৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন...
দোহা পৌঁছেছেন প্রধানমন্ত্রী
আগামী ২৩-২৫ মে অনুষ্ঠেয় কাতার ইকোনমিক ফোরাম (কিউইএফ) ২০২৩-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে কাতারের রাজধানী দোহা পৌঁছেছেন প্রধানমন্ত্রী...
ঝাড়খণ্ডের প্রখ্যাত সমাজসেবী লুৎফল হককে সম্মানিত করলেন কেন্দ্রীয় আইন মন্ত্রী এস পি সিং বাঘেল
ঝাড়খণ্ডের প্রখ্যাত সমাজসেবী লুৎফল হককে সম্মানিত করলেন কেন্দ্রীয় আইন মন্ত্রী এস পি সিং বাঘে নিসা আহসান প্রেস ক্লাব অফ আগ্রা,...
কোরিয়া টাউন নেইবারহুড কাউন্সিল নির্বাচনে সর্বোচ্চ ভোটে সাজিয়া হক জয়ী
আমেরিকার লস এঞ্জেলেসের লিটিল বাংলাদেশ এলাকার গত ৪ই মে উইলশ্যায়ার সেন্টার কোরিয়াটাউন নেইবারহুড কাউন্সিলে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে ১৮...
ফ্রাঙ্কফুর্টে বৈশাখী উৎসব ও রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠিত
জার্মানির ফ্রাঙ্কফুর্টে বৈশাখী উৎসব এবং রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠিত হয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষ্যে...