Read Time:1 Minute, 52 Second

প্রবাসীদের রেসিডেন্ট কার্ডের মেয়াদ দুই বছর থেকে বাড়িয়ে তিন বছর করার ঘোষণা দিয়েছে ওমান সরকার। সোমবার (১১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে গালফ নিউজ।

নতুন নিয়ম অনুযায়ী, নির্ধারিত ফি দিয়ে এক, দুই বা তিন বছর মেয়াদের রেসিডেন্ট কার্ড বেছে নিতে পারবেন প্রবাসীরা। এছাড়া ওমানি নাগরিকদের ব্যক্তিগত আইডির মেয়াদ ১০ বছর পর্যন্ত বাড়ানো হয়েছে। এক বছরের জন্য ফি ৫ রিয়াল, দুই বছরের জন্য ১০ রিয়াল এবং তিন বছরের জন্য নির্ধারণ করা হয়েছে ১৫ রিয়াল। তবে কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হলে পরিবর্তনের জন্য গুণতে হবে ২০ রিয়াল— জানিয়েছে দেশটির নিরাপত্তা বিভাগ।

অপরদিকে র‌য়্যাল ওমান পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, আইন মেনে চলার জন্য সব রেসিডেন্ট এবং আইডি কার্ডধারীদের মেয়াদ শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে নথি নবায়ন করতে হবে। এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন সেখানকার প্রবাসী বাংলাদেশিরা।

উল্লেখ্য, ২০২৫ সালের জুন মাসের হিসেব অনুযায়ী বর্তমানে ওমানে প্রায় ১৮ লাখ বাংলাদেশি বসবাস করছেন। এর মধ্যে বেসরকারি খাতে ১৪ লাখ, সরকারি খাতে ৪১ হাজার, গৃহকর্মী হিসেবে ৩ রাখ ৪৯ হাজার প্রবাসী কর্মরত।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে: রাজাকারদের ফাঁসি দিছি, আন্দোলনকারীদেরও ছাড়ব না
Next post ক্ষমতায় গেলে ‘মিলেমিশে’ দেশ পরিচালনা করব: তারেক রহমান
Close