করোনা মহামারির মধ্যে গোপনে সেবামূলক কাজে সম্পৃক্ত ছিলেন ব্রিটিশ রাজবধূ ক্যাট মিডলটন। একজন ক্যানসার রোগীকে তিনি মানসিকভাবে সহায়তা দেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, রয়্যাল ভলান্টারি সার্ভিসের মাধ্যমে ওয়েস্ট ইয়র্কশায়ারের ওই বাসিন্দার সঙ্গে যোগাযোগ করেন ডাচেস অব ক্যামব্রিজ।
করোনা প্রতিরোধে যুক্তরাজ্যে আরোপ হওয়া প্রথম লকডাউনে ৮৪ বছর বয়সী লেন গার্ডনারকে ফোন দেন ক্যাট।
লেন একজন ক্যানসার রোগী। এর মধ্যে তিনি ডিমেনসিয়া রোগে তার স্ত্রীর সেবা করেন একাই।
লেনের সঙ্গে ক্যাট ইতালীয় খাবার নিয়ে গল্প করেন। এ ছাড়া ভেড়া দেখে বাচ্চার অনুভূতির কথাও লেনকে বলেন ৩৮ বছর বয়সী ব্রিটিশ রাজবধূ। এ ছাড়া ওই পরিবারকে একটি পিৎজা মেশিনও পাঠান তিনি।
এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে লেন বলেন, ‘আমার কল্পনাতেই কখনো আসেনি যে, ফোনে আমি ইংল্যান্ডের ভবিষ্যৎ রানির সঙ্গে কথা বলব।’
তিনি বলেন, ‘এ কথোপকথন আমার বাকি জীবনে সঞ্চিত ধন হিসেবে থাকবে। তার কল আমাকে সাহায্য করেছে, যা আমি প্রত্যাশা করছিলাম।’
রেডিওথেরাপি নেয়া লেনের শরীরে গত সপ্তাহে অস্ত্রোপচার হয়। তিনি জানান, ডাচেস অব ক্যামব্রিজের ফোন পেয়ে হতচকিত হয়ে পড়েন। ফলে বুঝতে পারেননি কী সম্বোধন করবেন তাকে। সেসময় ক্যাট তাকে বলেছিলেন, ‘আমাকে ক্যাথরিন নামেই ডাকুন।’
লেন বলেন, ‘প্রথম দুই বাক্যের পর আমার মনেই হয়নি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে আমি কথা বলছি।’
১৩ মে প্রথমবার লেনকে কল করেন প্রিন্সেস ক্যাট। সেসময় যুক্তরাজ্যে লকডাউন শুরু হয়। স্বামী প্রিন্স উইলিয়াম ও তিন সন্তান নিয়ে নরফক কাউন্টিতে নিজেদের বাসভবন আনম্যার হলে ছিলেন ক্যাট।
লেনের সঙ্গে ৩০ মিনিট কথা বলেন ডাচেস অব ক্যামব্রিজ। সেসময় প্রিন্স উইলিয়াম ও মেয়ে প্রিন্সেস শার্লট বাইরে বাগানে খেলছিলেন। আর জানালায় দাঁড়িয়ে সে দৃশ্য দেখছিলেন ক্যাট।
More Stories
সৌদিতে সাত দিনে ২২ হাজারের বেশি অভিবাসী আটক
সৌদি আরবে আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশজুড়ে চলা অভিযানে এক সপ্তাহে ২২ হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করেছে দেশটি।...
ওমরাহতে যাওয়ার আগে রিটার্ন টিকিট বাধ্যতামূলক করলো সৌদি
এখন থেকে সৌদি আরবে ওমরাহ করতে গেলে রিটার্ন টিকিট কাটতে হবে ও যাত্রার সময় চেক-ইন কাউন্টারে ফিরতি টিকিট দেখানো বাধ্যতামূলক...
হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে যা বললেন ভলকার তুর্ক
জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেছেন, বাংলাদেশে পূর্ববর্তী সরকারের অধীনে জোরপূর্বক গুম ও নির্যাতনের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা শুরু করা...
হাসিনার দশা হলো মাদাগাস্কারের প্রেসিডেন্টের
আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ছেড়ে গেছেন বলে জানিয়েছে ফরাসি রেডিও আরএফআই। প্রতিবেদনে বলা হয়, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল...
বিজ্ঞানের ‘সমতার শক্তিতে’ ফিলিস্তিনি শরণার্থী থেকে নোবেল জয়
জর্দানে ফিলিস্তিনি শরণার্থী পরিবারের সন্তান হিসেবে একদমই সাধারণ পরিবেশে জন্ম নেওয়া রসায়নে নোবেল বিজয়ী ওমর এম ইয়াগি বুধবার বিজ্ঞানের ‘সমতার...
স্ত্রীর চিৎকারে ভেবেছিলেন ভালুক, পরে শোনেন নোবেল জিতেছেন
মন্টানার রকি পর্বতমালায় ক্যাম্পিং ও হাইকিং করছিলেন প্রফেসর ফ্রেড র্যামসডেল। হঠাৎ স্ত্রীর চিৎকার শুনে ভাবেন, হয়তো ভালুক এসেছে। কিন্তু পরে...
