Read Time:2 Minute, 45 Second

শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস:

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পের নির্দেশে পরিচালিত ওই অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করা হয়েছে—এমন তথ্য জানানো হয়েছে মেয়রের কাছে।

৩ জানুয়ারি শনিবার বিকেলে দেয়া এক বিবৃতিতে মেয়র মামদানি বলেন, সকালে তাঁকে জানানো হয়েছে যে মার্কিন সেনাবাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করেছে এবং তাঁদের নিউইয়র্কে ফেডারেল হেফাজতে রাখার পরিকল্পনা রয়েছে।

মেয়র মামদানি এই অভিযানকে সরাসরি “যুদ্ধের কাজ” বলে উল্লেখ করেন। তাঁর ভাষায়, কোনো সার্বভৌম রাষ্ট্রের ওপর একতরফা হামলা ফেডারেল আইন ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

তিনি আরও বলেন, “এই প্রকাশ্য সরকার পরিবর্তনের চেষ্টা শুধু বিদেশে থাকা মানুষদের প্রভাবিত করে না, এর সরাসরি প্রভাব পড়ে নিউইয়র্কবাসীর ওপরও। বিশেষ করে এই শহরে বসবাসকারী কয়েক দশক হাজার ভেনেজুয়েলান অভিবাসীর জীবন ও নিরাপত্তা এতে জড়িত।”

মেয়র মামদানি জানান, তাঁর প্রশাসনের প্রধান অগ্রাধিকার নিউইয়র্কে বসবাসরত ভেনেজুয়েলানদের নিরাপত্তা নিশ্চিত করা এবং একই সঙ্গে প্রতিটি নিউইয়র্কবাসীর সুরক্ষা বজায় রাখা। পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী দিকনির্দেশনা জারি করা হবে বলেও তিনি জানান। বিবৃতির শেষাংশে মেয়র স্পষ্ট করেন, এই সংকট শুধু আন্তর্জাতিক রাজনীতির বিষয় নয়—এর প্রতিধ্বনি নিউইয়র্ক সিটির প্রতিটি পাড়ায় গিয়ে পৌঁছাতে পারে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post নিষিদ্ধ কোনো দল অংশ নিতে না পারা নির্বাচনের পথে বাধা নয় : নজরুল ইসলাম
Next post গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে হাসিনার মতো ফ্যাসিস্ট তৈরি হবে না : আলী রীয়াজ
Close