সৌদি আরবে আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশজুড়ে চলা অভিযানে এক সপ্তাহে ২২ হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করেছে দেশটি। শনিবার (২৫ অক্টোবর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানায়। খবর গালফ নিউজের।
বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ১৪ থেকে ২০ আগস্টের মধ্যে সরকারি সংস্থাগুলোর সমন্বয়ে নিরাপত্তা বাহিনীর এই যৌথ অভিযানে মোট ২২ হাজার ২২২ জন ব্যক্তিকে আটক করা হয়। এদের মধ্যে ১৩ হাজার ৫৫১ জন আবাসন আইন, ৪ হাজার ৬৬৫ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৪ হাজার ৬ জন শ্রম আইন লঙ্ঘনকারী ছিলেন।
আটকদের প্রায় ২০ হাজার জনকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য তাদের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। অন্যদিকে, ১ হাজার ৬৬৪ জনের ভ্রমণ ব্যবস্থা প্রক্রিয়াধীন ছিল। সপ্তাহের শেষে মোট ১২ হাজার ৯২০ জনকে ইতোমধ্যে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই সময়ে ১ হাজার৭৮৬ জন ব্যক্তিকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে রাজ্যে প্রবেশের চেষ্টা করার সময় ধরা হয়, যাদের অধিকাংশই ছিল ইয়েমেনি বা ইথিওপীয় নাগরিক। এছাড়া, আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় বা কর্মসংস্থান দেওয়ার অভিযোগে ১৮ জন ব্যক্তিকে আটক করেছে কর্তৃপক্ষ। বর্তমানে মোট ২৫ হাজার ৯২১ জন প্রবাসী—যাদের মধ্যে ২৩ হাজার ৪১৯ জন পুরুষ এবং ২ হাজার ৫০২ জন নারী, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর হুঁশিয়ারি দিয়েছে যে, যারা অবৈধ প্রবেশে সহায়তা করবে, আশ্রয় দেবে বা কর্মসংস্থান দেবে, তাদের ১৫ বছর পর্যন্ত জেল এবং ১ মিলিয়ন রিয়াল (প্রায় ২ কোটি ৯৫ লাখ টাকা) পর্যন্ত জরিমানা হতে পারে। আইন লঙ্ঘনে ব্যবহৃত গাড়ি ও সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে। নাগরিকদের সন্দেহভাজন লঙ্ঘনকারীদের সম্পর্কে কর্তৃপক্ষকে জানাতে ৯১১ (মক্কা, রিয়াদ এবং পূর্বাঞ্চলে) এবং ৯৯৯ বা ৯৯৬ নম্বরে ফোন করার আহ্বান জানানো হয়েছে।
More Stories
ওমরাহতে যাওয়ার আগে রিটার্ন টিকিট বাধ্যতামূলক করলো সৌদি
এখন থেকে সৌদি আরবে ওমরাহ করতে গেলে রিটার্ন টিকিট কাটতে হবে ও যাত্রার সময় চেক-ইন কাউন্টারে ফিরতি টিকিট দেখানো বাধ্যতামূলক...
হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে যা বললেন ভলকার তুর্ক
জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেছেন, বাংলাদেশে পূর্ববর্তী সরকারের অধীনে জোরপূর্বক গুম ও নির্যাতনের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা শুরু করা...
হাসিনার দশা হলো মাদাগাস্কারের প্রেসিডেন্টের
আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ছেড়ে গেছেন বলে জানিয়েছে ফরাসি রেডিও আরএফআই। প্রতিবেদনে বলা হয়, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল...
বিজ্ঞানের ‘সমতার শক্তিতে’ ফিলিস্তিনি শরণার্থী থেকে নোবেল জয়
জর্দানে ফিলিস্তিনি শরণার্থী পরিবারের সন্তান হিসেবে একদমই সাধারণ পরিবেশে জন্ম নেওয়া রসায়নে নোবেল বিজয়ী ওমর এম ইয়াগি বুধবার বিজ্ঞানের ‘সমতার...
স্ত্রীর চিৎকারে ভেবেছিলেন ভালুক, পরে শোনেন নোবেল জিতেছেন
মন্টানার রকি পর্বতমালায় ক্যাম্পিং ও হাইকিং করছিলেন প্রফেসর ফ্রেড র্যামসডেল। হঠাৎ স্ত্রীর চিৎকার শুনে ভাবেন, হয়তো ভালুক এসেছে। কিন্তু পরে...
শেহবাজের কণ্ঠে ট্রাম্প বন্দনা ‘সত্যিই তিনি শান্তির মানুষ’
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ গত মে মাসে ভারতের সঙ্গে সংঘাতে যুদ্ধবিরতি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেছেন।...
