Read Time:2 Minute, 11 Second

নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। আজ শুক্রবার রাতে রাষ্ট্রপতি ভবনে তার শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে প্রথমবার কোনো নারী সরকারপ্রধান পেল হিমলয় অঞ্চলের দেশটি।

আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেলের সঙ্গে বৈঠক করেন দেশটির সেনাপ্রধান অশোক রাজ সিন্ডেল ও বিক্ষোভকারী শিক্ষার্থীরা। বৈঠকে জেন-জিদের দাবি মেনে নিয়ে সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধান নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে শুক্রবার রাষ্ট্রপতির প্রেস উপদেষ্টা কিরণ পোখারেল এক বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্ট রামচন্দ্র পাওদেল সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন। আজ রাত ৯টায় (স্থানীয় সময়) তার শপথ নেওয়ার কথা রয়েছে।’

জেন-জিদের আন্দোলনে কেপি শর্মা অলির পদত্যাগে সুশীলা কার্কির প্রধানমন্ত্রীর পদে অসীন হলেন। ইতোমধ্যে গঠন করা হয়েছে ছোট আকারের একটি মন্ত্রিসভা।

সুশীলা কার্কি ২০১৬ থেকে ২০১৭ পর্যন্ত নেপালের প্রধান বিচারপতি ছিলেন। বিচারক থাকাকালীন তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন এ কারণে জেন-জির কাছে তার জনপ্রিয়তা রয়েছে। তিনি ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post তারেক রহমান কবে দেশে আসবেন জানালেন আবদুল আউয়াল মিন্টু
Next post ভিন্নমত থাকলেও নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে: প্রেস সচিব
Close