Read Time:3 Minute, 6 Second

কাশ্মীরকে ইসলামাবাদের ‘গলার শিরা’ আখ্যা দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনির। তবে তার এই মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। নয়াদিল্লির প্রশ্ন- কোনো বিদেশি অঞ্চল কীভাবে ‘গলার শিরা’ হয়?

বুধবার (১৭ এপ্রিল) ইসলামাবাদে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূতদের এক সম্মেলনে কাশ্মীর ও বেলুচিস্তান নিয়ে বক্তব্য দেন জেনারেল মুনির। তিনি বলেন, কাশ্মীর হলো ইসলামাবাদের গলার শিরা। পাকিস্তানিরা কখনো এটি ভুলবে না। খবর এনডিটিভি।

বেলুচ বিদ্রোহীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, বেলুচিস্তান পাকিস্তানের গর্ব! এটা এত সহজে কেউ কেড়ে নিতে পারবে না। ১০ প্রজন্মেও না।

তিনি পাকিস্তানের কূটনীতিকদের উদ্দেশে বলেন, আপনারা যেন দেশের ঐতিহ্য ও ইতিহাস ভুলে না যান। আপনাদের সন্তানের কাছে পাকিস্তানের গল্প তুলে ধরুন। আমাদের পূর্বপুরুষেরা বিশ্বাস করতেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা হিন্দুদের থেকে আলাদা। এই বিশ্বাসই দ্বিজাতি তত্ত্বের ভিত্তি।

কাশ্মীর নিয়ে পাকিস্তানের সেনাপ্রধানের এই বক্তব্যকে ‘অবৈধ দাবির প্রতিফলন’ বলে উল্লেখ করেছে ভারত।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, কাশ্মীর ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল। কোনো বিদেশি জিনিস কীভাবে গলার শিরা হতে পারে? বরং পাকিস্তান অবৈধভাবে যে অংশ দখল করে আছে, তার সঙ্গে হয়তো সম্পর্ক থাকতে পারে।

জেনারেল মুনিরের মন্তব্য এবং ভারতের পাল্টা জবাব- উভয়ই দুই দেশের মধ্যে কাশ্মীর ইস্যুতে কূটনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুই প্রতিবেশী দেশের এই বিবৃতি আবারও কাশ্মীর সংকটকে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় নিয়ে আসছে।

বিশেষজ্ঞদের মতে, কাশ্মীরকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী উত্তেজনা নতুন মাত্রা পেতে পারে যদি এমন উত্তেজনাপূর্ণ বক্তব্য অব্যাহত থাকে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব : বিশ্বে পূর্বশত্রুদের মিত্রে পরিণত হওয়ার অনেক উদাহরণ রয়েছে
Next post যুক্তরাষ্ট্রে গণহারে ভারতীয় ছাত্রদের ভিসা বাতিল, আছে বাংলাদেশিরাও
Close