Read Time:1 Minute, 50 Second

উন্নয়নশীল দেশগুলোর জোট ডি-৮ গ্রুপ জাতিসংঘে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদে যুক্তরাষ্ট্রের ভেটো তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে। শনিবার ইস্তাম্বুলে এর মন্ত্রী পরিষদের বৈঠকের পর এক ঘোষণায় এ আহ্বান জানানো হয়েছে।

ফিলিস্তিনিরা বর্তমানে জাতিসংঘের একটি অ-সদস্য পর্যবেক্ষক রাষ্ট্র। জাতিসংঘের সাধারণ পরিষদ গত মাসে ফিলিস্তিনিদের পূর্ণ জাতিসংঘ সদস্য হওয়ার জন্য একটি প্রস্তাবকে পূর্ণ সমর্থন জানিয়েছে। তবে প্রস্তাবটি পাস হতে নিরাপত্তা পরিষদের পূর্ণ সমর্থন প্রয়োজন ছিল। নিরাপত্তা পরিষদে এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করা হলেও তাতে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র।

শনিবার ডি-৮ সদস্য বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্ক প্রস্তাবে ভেটো তুলে নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে। একইসঙ্গে নিরাপত্তা পরিষদকে ‘বিষয়টি অনুকূলভাবে পুনর্বিবেচনা করার’ সুপারিশ করেছে। ইসরায়েলকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ বন্ধের জন্য জোটের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রতিও দাবি জানানো হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post বিরোধীদলীয় নেতা মনোনীত রাহুল গান্ধী
Next post শেখ হাসিনাসহ অতিথিদের মঞ্চে ডেকে নিলেন মোদি
Close