Read Time:2 Minute, 15 Second

কক্সবাজারের চকরিয়ায় মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলোয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ফোরকানুল ইসলাম (৬০) নামে একজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বাঁশঘাট রোডের মাথায় এ ঘটনা ঘটে। এ ছাড়া হামলা চালিয়ে ওসির গাড়ি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মো. মনির ও কুতুব উদ্দিন নামে ২ জন আহত হয়েছেন।

নিহত ফোরকানুল ইসলাম (৬০) চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আবদুল বারী পাড়ার আবুল ফজলের ছেলে। তিনি পেশায় চা দোকানদার ছিলেন।

জানা গেছে, বিকাল সাড়ে চারটার দিকে চিরিঙ্গা পুরাতন জামে মসজিদ মাঠে সাঈদীর গায়েবানা জানাজা অনুষ্টিত হয়। ওই এলাকায় পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অবস্থান করছিল। জানাজা শেষে যাওয়ার পথে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়ে কিছু লোক। এ সময় ইউএনও ও ওসির গাড়ি ভাঙচুর করে তারা। এদিকে গুলিতে নিহত ফোরকানুল ইসলামের লাশ হাসপাতালে রয়েছে। সে কার গুলিতে নিহত হয়েছে তা কেউ বলতে পারছে না। সে জানাজায় অংশগ্রহণ করেছিল বলে প্রত্যক্ষদর্শী লোকজন জানায়।

চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ বলেন, কার গুলিতে কে নিহত হয়েছে আমি জানি না। জানাজা শেষে ফেরার পথে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ ও ইউএনও’র গাড়ি ভাঙচুর করে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ৩৭তম ফোবানা সম্মেলন কানাডার মন্ট্রিয়েলে ১-৩ সেপ্টেম্বর
Next post বঙ্গবন্ধু হত্যাকান্ডে জিয়ার সম্পৃক্ততা বোঝা রকেট সায়েন্স নয় : সজীব ওয়াজেদ
Close