ইউক্রেনে হামলার পর রাশিয়ার ওপর যেসব দেশ নিষেধাজ্ঞা আরোপ করছে তাদের উদ্দেশে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘যারা সহযোগিতার পথ না বেছে নিয়ে রাশিয়ার ক্ষতি করবে, তারা বরং নিজেদেরই ক্ষতি করবে। এসবে (নিষেধাজ্ঞায়) আমরাই সুবিধা পাব।’
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
যারা নিষেধাজ্ঞা আরোপ করছে সেসব প্রতিবেশিদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে পুতিন বলেন, ‘(প্রতিবেশিদের প্রতি) আমার পরামর্শ হলো, কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে পরিস্থিতি উত্তপ্ত করবেন না।
শনিবার মস্কোর বাইরে নিজের প্রাসাদ থেকে অনলাইনে দেওয়া এক টেলিভিশন বক্ততৃায় ভ্লাদিমির পুতিন বলেন, ‘এখানে আমাদের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার তো কোনো কারণ দেখি না। তবে যদি কেউ কিছু করে, সেটা নিজ দায়-দায়িত্বে রাশিয়ান ফেডারেশনের বিরুদ্ধে করবে।’
প্রতিবেশি দেশগুলোর প্রতি কোনো নেতিবাচক অভিপ্রায় নেই বলে জানান রুশ প্রেসিডেন্ট।
রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করা হলেও তা মানিয়ে নেওয়া হবে বলেও জানিয়েছেন ভ্লাদিমির পুতিন।
এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশিয়ার সবাইকে পুতিনের পক্ষে সমর্থন জোরদারের আহ্বান জানিয়ে বলেন, ‘বিভক্তি নয়, এখন বরং ঐক্যবদ্ধ হওয়ার সময়। সবাই এক হয়ে আমাদের প্রেসিডেন্টের পাশে দাঁড়ান।’
More Stories
সৌদিতে সাত দিনে ২২ হাজারের বেশি অভিবাসী আটক
সৌদি আরবে আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশজুড়ে চলা অভিযানে এক সপ্তাহে ২২ হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করেছে দেশটি।...
ওমরাহতে যাওয়ার আগে রিটার্ন টিকিট বাধ্যতামূলক করলো সৌদি
এখন থেকে সৌদি আরবে ওমরাহ করতে গেলে রিটার্ন টিকিট কাটতে হবে ও যাত্রার সময় চেক-ইন কাউন্টারে ফিরতি টিকিট দেখানো বাধ্যতামূলক...
হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে যা বললেন ভলকার তুর্ক
জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেছেন, বাংলাদেশে পূর্ববর্তী সরকারের অধীনে জোরপূর্বক গুম ও নির্যাতনের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা শুরু করা...
হাসিনার দশা হলো মাদাগাস্কারের প্রেসিডেন্টের
আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ছেড়ে গেছেন বলে জানিয়েছে ফরাসি রেডিও আরএফআই। প্রতিবেদনে বলা হয়, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল...
বিজ্ঞানের ‘সমতার শক্তিতে’ ফিলিস্তিনি শরণার্থী থেকে নোবেল জয়
জর্দানে ফিলিস্তিনি শরণার্থী পরিবারের সন্তান হিসেবে একদমই সাধারণ পরিবেশে জন্ম নেওয়া রসায়নে নোবেল বিজয়ী ওমর এম ইয়াগি বুধবার বিজ্ঞানের ‘সমতার...
স্ত্রীর চিৎকারে ভেবেছিলেন ভালুক, পরে শোনেন নোবেল জিতেছেন
মন্টানার রকি পর্বতমালায় ক্যাম্পিং ও হাইকিং করছিলেন প্রফেসর ফ্রেড র্যামসডেল। হঠাৎ স্ত্রীর চিৎকার শুনে ভাবেন, হয়তো ভালুক এসেছে। কিন্তু পরে...
