Read Time:1 Minute, 40 Second

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে করোনার টিকা আমদানি নিষিদ্ধ ঘোষণা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেনি। শুক্রবার তিনি এ ঘোষণা দিয়েছেন।

টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে খামেনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের টিকা দেশে আমদানি করা নিষিদ্ধ। আমি এটি কর্মকর্তাদের বলেছি এবং এখন আমি এটি জনসম্মুখে বলছি। এগুলোর ওপর আমার কোনো আস্থা নেই। কখনও কখনও এরা অন্যদেশের ওপর টিকা পরীক্ষা চালায়। আমেরিকানরা যদি টিকা উৎপাদনে সক্ষমই হতো তাহলে তাদের দেশে করোনাভাইরাসে এই বিপর্যস্ত অবস্থা সৃষ্টি হতো না।’

মধ্যপ্রাচ্যে করোনার সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাবের শিকার হচ্ছে ইরান। গত মাসে দেশটির নিজস্ব টিকার ট্রায়াল শুরু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও এই টিকা ইরানকে মহামারির বিরুদ্ধে লড়তে সহযোগিতা করবে।’

খামেনি তার ভাষণে ইরানের নিজস্ব টিকার প্রশংসা করেন। একই সঙ্গে তিনি জানান, তেহরান চাইলে অন্য কোনো দেশ থেকেও টিকা আমদানি করতে পারবে। তবে তিনি সেসব দেশের নাম উল্লেখ করেননি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post শপথ অনুষ্ঠানে ট্রাম্পের না আসার সিদ্ধান্তে খুশি বাইডেন
Next post ট্রাম্পের হাতে পারমাণবিক বোমার চাবি, বাড়ছে টেনশন
Close