যুক্তরাষ্ট্রে প্রতিনিধি পরিষদের স্পিকার ও শক্তিধর ডেমোক্রেট ন্যান্সি পেলোসির ৫০ লাখ ডলারের বাড়িতে নৈরাজ্য চালিয়েছে একদল দুর্বৃত্ত। সান ফ্রান্সিসকোতে অবস্থিত পেলোসির এই বাড়িতে নতুন বর্ষবরণের রাতে স্প্রে করে বেশকিছু কথা লিখেছে তারা। পার্কিং এরিয়ায় লাল রং ছড়িয়ে দিয়ে সেখানে শূকরের একটি কর্তিত মস্তক বসিয়ে রেখেছে। সচিত্র এ খবর প্রকাশ করেছে অনলাইন ডেইলি মেইল। এতে বলা হয়েছে, ন্যান্সি পেলোসির এই বাড়িতে নববর্ষের রাতে ভাংচুর চালিয়েছে দুর্বৃত্তরা। রক্ষণশীল চলচ্চিত্রকার ম্যাগি ভ্যান্ডেনবারঘি শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এর ছবি শেয়ার করেছেন। তাতে দেখা গেছে পেলোসির বাসার গ্যারেজের দরজায় কালো কালিতে তারা লিখে রেখেছে ‘ডলার ২ কে ক্যানসেল রেন্ট! উই ওয়ান্ট এভরিথিং!’ ন্যান্সি পেলোসি সম্প্রতি কোভিড সহায়তা বিষয়ে ২০০০ ডলার করে অনুমোদনের জন্য চেষ্টা করেছেন। কিন্তু এই অর্থ বাড়ানোর বিষয়টি প্রত্যাখ্যান করেছেন সিনেট সংখ্যাগরিষ্ঠ নেতা মিশ ম্যাকনেল।
এ বিষয়টি বোঝাতেই তারা ‘ডলার ২ কে’ লিখে তা আবার কেটে দিয়েছে। এ ছাড়া তারা স্প্রে করে লিখেছে ইংরেজিতে দুটি অক্ষর ‘এএস’। বৃত্তের মধ্যে এ লেখাটি খুব বেশি ব্যবহার করা হয় নৈরাজ্য বোঝাতে। এই লেখার নিচে ড্রাইভওয়েতে লাল কালি দিয়ে দাগানো হয়েছে। এর মাঝখানে স্থাপন করা হয়েছে শূকরের একটি কাটা মাথা। টিএমজেডের মতে, নতুন বর্ষবরণের প্রথম কয়েক ঘন্টার মধ্যে এ ঘটনায় সান ফ্রান্সিসকো পুলিশকে ডেকে নেয়া হয়। স্থানীয় সময় রাত তিনটার দিকে সেখানে উপস্থিত হয় তারা। ঘটনা প্রামাণ্য আকারে রিপোর্ট করে। তবে কে বা কারা এসব করেছে এ বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
নিরপেক্ষ সাংবাদিক বলে পরিচিত ভ্যান্ডেনবারঘে অতীতে রক্ষণশীল সংবাদ মাধ্যমে লেখালেখি করেছেন। তিনি পুলিশের বিরুদ্ধে ঘটনা ধামাচাপা দেয়ার অভিযোগ করেছেন। তিনি টুইটে বলেছেন, ৩টার দিকেই সেখানে পরিষ্কার করে ফেলা হয়েছে। ঘটনাস্থল থেকে ছবি তুলতে বাধা দিয়েছে পুলিশ। তারা মিডিয়ার কণ্ঠকে স্তব্ধ করে দিতে চেয়েছে। উল্লেখ্য, ন্যান্সি পেলোসির সান ফ্রান্সিসকো ম্যানসন শহরের প্যাসিফিক হাইটস এলাকায় অবস্থিত। ক্যালিফোর্নিয়াতে পেলোসির কয়েকটি বাসভবন আছে। তার মধ্যে এটি অন্যতম। প্রপার্টি রেকর্ড অনুযায়ী, চার বেডরুম, তিন বাথরুমের এই বাড়িটির আনুমানিক মূল্য ৫৪ লাখ ডলার।
More Stories
সৌদিতে সাত দিনে ২২ হাজারের বেশি অভিবাসী আটক
সৌদি আরবে আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশজুড়ে চলা অভিযানে এক সপ্তাহে ২২ হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করেছে দেশটি।...
ওমরাহতে যাওয়ার আগে রিটার্ন টিকিট বাধ্যতামূলক করলো সৌদি
এখন থেকে সৌদি আরবে ওমরাহ করতে গেলে রিটার্ন টিকিট কাটতে হবে ও যাত্রার সময় চেক-ইন কাউন্টারে ফিরতি টিকিট দেখানো বাধ্যতামূলক...
হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে যা বললেন ভলকার তুর্ক
জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেছেন, বাংলাদেশে পূর্ববর্তী সরকারের অধীনে জোরপূর্বক গুম ও নির্যাতনের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা শুরু করা...
হাসিনার দশা হলো মাদাগাস্কারের প্রেসিডেন্টের
আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ছেড়ে গেছেন বলে জানিয়েছে ফরাসি রেডিও আরএফআই। প্রতিবেদনে বলা হয়, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল...
বিজ্ঞানের ‘সমতার শক্তিতে’ ফিলিস্তিনি শরণার্থী থেকে নোবেল জয়
জর্দানে ফিলিস্তিনি শরণার্থী পরিবারের সন্তান হিসেবে একদমই সাধারণ পরিবেশে জন্ম নেওয়া রসায়নে নোবেল বিজয়ী ওমর এম ইয়াগি বুধবার বিজ্ঞানের ‘সমতার...
স্ত্রীর চিৎকারে ভেবেছিলেন ভালুক, পরে শোনেন নোবেল জিতেছেন
মন্টানার রকি পর্বতমালায় ক্যাম্পিং ও হাইকিং করছিলেন প্রফেসর ফ্রেড র্যামসডেল। হঠাৎ স্ত্রীর চিৎকার শুনে ভাবেন, হয়তো ভালুক এসেছে। কিন্তু পরে...
