ইতালিতে শুরু হয়েছে মহামারি করোনা ভাইরাস ঠেকাতে ভ্যাকসিন প্রয়োগ। রবিবার (২৭ ডিসেম্বর) প্রায় ১০ হাজার ডোজ প্রথম ব্যাচ কোভিড-১৯ ভ্যাকসিন আসার পর তা প্রয়োগ শুরু করে ইতালি। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভুক্ত দেশগুলোর ভ্যাকসিন প্রয়োগের অংশ হিসেবে ইতালিতেও তা প্রয়োগ শুরু হয়।
গত ফেব্রুয়ারিতে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে ইতালিতে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৭৫৯ জন, মৃতের সংখ্যা ৭১ হাজার ৬২০ জন আর সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৩ লাখ ৮৬ হাজার ১৯৮ জন করোনা রোগী।
ইতালিয়ানদের আশা, বিশাল ভ্যাকসিন কর্মসূচি শিগগিরই করোনার বিধিনিষেধ ও লকডাউন প্রত্যাহার করে সাধারণ জীবনে স্বাভাবিকতা ফিরিয়ে আনবে।
ইতালিতে প্রথম প্রয়োগ হওয়া ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিনের ৯ হাজার ৭৫০ ডোজ বড়দিনের গভীর রাতে সালভো ডি’অ্যাকুইস্টো সামরিক ঘাঁটিতে পৌঁছেছিল। সেখান থেকে ভ্যাকসিনের প্রথম ব্যাচের একটি ভ্যান পুলিশ গাড়ি নিয়ে রোমের স্প্যালানজানি হাসপাতালে নিয়ে যায়।
রবিবার রোমের লাজারো স্পালানজানি জাতীয় ইনস্টিটিউটের একজন ২৯ বছর বয়সী স্বাস্থ্যকর্মী প্রথম ভ্যাকসিন গ্রহণ করেন। এরপরে দেশটির বিভিন্ন হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা তা গ্রহণ করেন।
ইতালি সরকারের পরিকল্পনা অনুযায়ী, স্বাস্থ্যকর্মী এবং নার্সিংহোমের বয়স্ক বাসিন্দাদের প্রথম দিকে এই করোনা ভ্যাকসিন দেওয়া হবে। পরে ৬০ থেকে ৭০ বছর বয়সী এবং যারা দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন তাদের করোনা ভ্যাকসিন দেওয়া হবে।
তৃতীয় ধাপে বিদ্যালয়ের কর্মী, পুলিশ বাহিনীর সদস্য এবং কারাকর্মীদের টিকা দেওয়া হবে। তারপর সাধারণ জনগণের মধ্যে করোনা ভ্যাকসিন প্রয়োগ করবে ইতালি।
দেশটির প্রায় অর্ধেকেরও বেশি নাগরিক ইনকোসলেটেড হওয়ার কথা বলছেন। এই সংখ্যা বৃদ্ধি পাবে বলে আশাবাদী। এতে প্রতিরোধ ক্ষমতা পৌঁছে দেবে মোট ৪২ মিলিয়ন মানুষের মধ্যে।
করোনার দ্বিতীয় ঢেউয়ে জরুরি অবস্থার জন্য ইতালির বিশেষ কমিশনার ডোমেনিকো আরকুরি বলেন, ভ্যাকসিনের প্রথম ব্যাচের আগমনের সঙ্গে রবিবার একটি প্রতীকী এবং আবেগময় দিন হবে। তিনি আরও জানান, প্রথম ডোজ দীর্ঘ রাত পরে এসেছিল। ইতালিয়ানরা প্রথম আলোর রশ্মি দেখছে, আশা করছি খুব শিগগিরই আমরা স্বাভাবিক অবস্থায় ফিরব।
ইতালিতে শৈল্পিক স্কোয়ারগুলো ভ্যাকসিন বিতরণের জন্য কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে। প্রায় ৩০০টি ভ্যাকসিন বিতরণ কেন্দ্র থাকবে। টিকা দেওয়ার প্রচারণা চরম পর্যায়ে এলে তা বেড়ে ১ হাজার ৫০০ করা হবে হয়।
More Stories
সৌদিতে সাত দিনে ২২ হাজারের বেশি অভিবাসী আটক
সৌদি আরবে আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশজুড়ে চলা অভিযানে এক সপ্তাহে ২২ হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করেছে দেশটি।...
ওমরাহতে যাওয়ার আগে রিটার্ন টিকিট বাধ্যতামূলক করলো সৌদি
এখন থেকে সৌদি আরবে ওমরাহ করতে গেলে রিটার্ন টিকিট কাটতে হবে ও যাত্রার সময় চেক-ইন কাউন্টারে ফিরতি টিকিট দেখানো বাধ্যতামূলক...
হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে যা বললেন ভলকার তুর্ক
জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেছেন, বাংলাদেশে পূর্ববর্তী সরকারের অধীনে জোরপূর্বক গুম ও নির্যাতনের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা শুরু করা...
হাসিনার দশা হলো মাদাগাস্কারের প্রেসিডেন্টের
আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ছেড়ে গেছেন বলে জানিয়েছে ফরাসি রেডিও আরএফআই। প্রতিবেদনে বলা হয়, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল...
বিজ্ঞানের ‘সমতার শক্তিতে’ ফিলিস্তিনি শরণার্থী থেকে নোবেল জয়
জর্দানে ফিলিস্তিনি শরণার্থী পরিবারের সন্তান হিসেবে একদমই সাধারণ পরিবেশে জন্ম নেওয়া রসায়নে নোবেল বিজয়ী ওমর এম ইয়াগি বুধবার বিজ্ঞানের ‘সমতার...
স্ত্রীর চিৎকারে ভেবেছিলেন ভালুক, পরে শোনেন নোবেল জিতেছেন
মন্টানার রকি পর্বতমালায় ক্যাম্পিং ও হাইকিং করছিলেন প্রফেসর ফ্রেড র্যামসডেল। হঠাৎ স্ত্রীর চিৎকার শুনে ভাবেন, হয়তো ভালুক এসেছে। কিন্তু পরে...
