করোনা প্রতিরোধে আরও একটি টিকা জরুরি ভিত্তিতে অনুমোদন দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ শুরুর একদিন পর এ ঘোষণা দিল দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্নার টিকার ৯৪ শতাংশ কার্যকারিতা প্রমাণ পেয়েছে এফডিএ।
এ টিকা নিরাপদ বলে মঙ্গলবার সংস্থাটি জানায়। এর মধ্য দিয়ে মার্কিন নাগরিকদের ওপর টিকাটির প্রয়োগ উন্মুক্ত হলো।
এ ঘোষণার এক দিন আগে যুক্তরাষ্ট্রজুড়ে ফাইজারের টিকার প্রয়োগ শুরু হয়। মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজারের সঙ্গে জার্মান জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান বায়োএনটেক যৌথভাবে ওই টিকাটি উদ্ভাবন করেছে।
বিশ্বজুড়ে এটিই সবচেয়ে বড় টিকাদান কর্মসূচি। শুক্রবার এফডিএ টিকাটির অনুমোদন দেয় এফডিএ।
মডার্নার টিকার বিষয়ে এফডিএ ৫৪ পৃষ্ঠার একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে মার্কিন সংস্থাটি। এতে বলা হয়, টিকাটিতে বিশেষ কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। মারাত্মক ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়াও নেই।
এফডিএ আরও বলে, টিকাটির কার্যকারিতা ৩০ হাজার মানুষের ওপর পরীক্ষা করে দেখা হয়েছে। সেখানে ৯৪ দশমিক ১ শতাংশ কার্যকারিতার তথ্য পাওয়া গেছে।
এই সপ্তাহের আরও পরের দিকে অনুমোদন দেয়া হলে ২৪ ঘণ্টার মধ্যেই টিকাটি সারা দেশে পাঠানো শুরু হবে। মডার্না জানায়, অনুমোদন পেলে ‘ব্যাপক পরিমাণে’ টিকা তৈরি করা হবে।
২০১০ সালে প্রতিষ্ঠিত ম্যাসাচুসেটসভিত্তিক জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান মডার্নার এ প্রথম কোনো পণ্য এফডিএ কর্তৃক অনুমোদন পেতে যাচ্ছে।
টিকা আবিষ্কারের মধ্য দিয়ে বিশ্বজুড়ে আলোচনায় আসে প্রতিষ্ঠানটি। এর মধ্যে দিয়ে এ বছর এখন পর্যন্ত মডার্নার শেয়ার প্রায় ৭০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
More Stories
বন্ধুত্ব টেকেনি মোদির, ভারতের ওপর শতভাগ শুল্ক আরোপ করছেন ট্রাম্প
বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে থাকেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তাঁর বন্ধু। ভারতের ক্ষমতাসীন দল বিজেপিনেতা মোদি, তাঁর নেতাকর্মী...
ট্রাম্প-নীতির তীব্র নিন্দা জানিয়ে যা বললেন হিলারি
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ‘বোকামিপূর্ণ ক্ষমতা’ প্রদর্শন নীতির কঠোর সমালোচনা করেছেন। সম্প্রতি দ্য নিউ ইয়র্ক...
৩০০ শিক্ষার্থীর ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদে অংশ নেওয়ায় প্রায় তিন শতাধিক বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭...
‘রমজান মুবারক’, যতদিন প্রেসিডেন্ট আছি আপনাদের পাশে থাকব: ট্রাম্প
সারা বিশ্বের মুসলমানদের রমজানের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রমজানের পবিত্রতা ও গুরুত্বকে স্বীকৃতি জানিয়ে হোয়াইট হাউসে বৃহস্পতিবার (২৭...
ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর বিরুদ্ধে নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন সংস্থার
ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) ওপর সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম...
ড. ইউনূসের সঙ্গে ফোনে কথা বললেন ইলন মাস্ক, পাশেই ছিলেন ট্রাম্প
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের অন্যতম ধনাঢ্য ব্যবসায়ী ও এক্স (সাবেক টুইটার) এর মালিক ইলন...