মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হার না মানলেও জো বাইডেনের প্রতি তার মিত্রদের সমর্থন বাড়ছে। এবার নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানালেন ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির প্রভাবশালী নেতা মিচ ম্যাককনেল।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ইলেকটোরাল কলেজের আনুষ্ঠানিক ভোটে বাইডেন চূড়ান্তভাবে বিজয় লাভ করার পর তাকে অভিনন্দন জানান ট্রাম্পের এ ঘনিষ্ঠ মিত্র।
নির্বাচনের এক সপ্তাহ পরে, ট্রাম্পের অন্যতম মিত্র লিন্ডসে গ্রাহাম সরাসরি বাইডেনের প্রতি সমর্থন দিয়েছিলেন। সেসময় আরও কিছু রিপাবলিকান নেতা গোপনে নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছিলেন।
সোমবার সিনেটে এক বক্তব্য সংখ্যাগরিষ্ঠ দলের নেতা ম্যাককনেল বলেন, ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে তিনি ভিন্ন একটি ফলাফল আশা করেছিলেন। তবে ইলেকটোরাল কলেজ তাদের কথা জানিয়ে দিয়েছে।
তিনি বলেন, ‘ফলে আজ আমি নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানাচ্ছি।’
পাশাপাশি বাইডেনের রানিংমেট কমলা হ্যারিসকেও অভিনন্দন জানান ম্যাককনেল। এ রিপাবলিকান নেতা বলেন, ‘প্রতিটি আমেরিকান গর্ববোধ করতে পারেন যে, আমাদের দেশে এ প্রথম কোনো নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।’
এদিকে ম্যাককনেলকে ফোন করে ধন্যবাদ জানান বাইডেন। দুজনেই শিগগিরই মিলিত হওয়ার আশা ব্যক্ত করেন ফোনালাপে।
এদিন মার্কিন সাংবিধানিক রীতি অনুযায়ী অঙ্গরাজ্যগুলোর ইলেকটোরাল কলেজ সবাই বসে ভোট দেন। এতে বাইডেন পান ৩০৬ ভোট এবং ট্রাম্প ২৩২।
এর মধ্য দিয়ে হোয়াইট হাউসে ওঠা বাইডেনের জন্য নিশ্চিত হয়ে গেল। আগামী ২০ জানুয়ারি পরবর্তী চার বছরের জন্য মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি।
তবে ট্রাম্প এখনো বাইডেনের বিজয়কে স্বীকার করছেন না। এখনো তার দাবি, নির্বাচনে কারচুপি হয়েছে। যদিও তার স্বপক্ষে তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি। এ নিয়ে অনেকগুলো মামলায় হারেন। এমনকি সুপ্রিম কোর্ট থেকেও তাকে ফিরিয়ে দেয়া হয়।
More Stories
বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দিতে কাজ করবে ভারতীয় আমেরিকানরা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালাবে ভারতীয় আমেরিকানরা। বাংলাদেশের বিরুদ্ধে পদক্ষেপ নিতে...
দায়িত্ব নেয়ার পর প্রথম কাজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা। শুক্রবার...
হোয়াইট হাউসে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প
চার বছর পর যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক নাটকীয় প্রত্যাবর্তনে ডোনাল্ড ট্রাম্প আবারও প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প...
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: ট্রাম্প ২১০, কমলা ১১৩
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনা চলছে। ইতিমধ্যে কয়েকটি অঙ্গরাজ্যে কে জয় পেতে যাচ্ছেন, এমন পূর্বাভাসও আসছে বিভিন্ন গণমাধ্যমের খবরে। অ্যাসোসিয়েটেড...
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: ফ্লোরিডায় ট্রাম্প এবং ম্যাসাচুসেটসে জয়ী কমালা হ্যারিস
ফ্লোরিডায় ট্রাম্প এবং ম্যাসাচুসেটসে জয়ী কমালা হ্যারিস মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের পর ধীরে ধীরে ফলাফল আসতে শুরু করছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো...
রাশিয়ার বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ মার্কিন গোয়েন্দাদের
রাশিয়াসহ ‘প্রতিপক্ষ’ দেশগুলো বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ চেষ্টার অভিযোগ আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের দাবি, তারা নির্বাচন নিয়ে জনগণের আস্থা...