Read Time:2 Minute, 54 Second
রাশিয়ার তৈরি বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করে আন্তর্জাতিক মহল। তবে তাদের এই সন্দেহকে উড়িয়ে দিয়েছে রাশিয়া।
বিবিসি জানায়, রাশিয়ার ভ্যাকসিনের কার্যকারিতার নিয়ে আন্তর্জাতিক মহলের যে উদ্বেগ সেটিকে ‘একেবারেই ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছে রাশিয়া।
তবে রুশ কর্তৃপক্ষ করোনা প্রতিরোধে এই ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে আবারও আশ্বস্ত করেছে বিশ্ববাসীকে।
মঙ্গলবার সবার আগে করোনা প্রতিরোধের ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
তবে এই ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা।     যে দ্রুততার সঙ্গে রাশিয়া নিজেদের ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে, তাতে বিষ্ময় প্রকাশ করে কানাডা কর্তৃপক্ষ।
প্রথম ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য প্রকাশ না করায় মার্কিন বিশেষজ্ঞরা বলেন, ক্লিনিক্যাল ট্রায়াল না হলে এটা নেওয়া কোনওভাবেই সম্ভব নয়।
একইভাবে জার্মানি, স্পেন ও ফ্রান্সের বিজ্ঞানীরাও রাশিয়ার এই ভ্যাকসিন নিয়ে সতর্কতা দিয়েছেন।
তবে রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো বলেন, আমাদের বিদেশি বন্ধুরা রাশিয়ার ওষুধ নিয়ে নির্দিষ্ট করে প্রতিযোগিতামূলক সুবিধার বিষয়টি নিয়ে আসছে এবং মতামত জানাচ্ছে। এগুলো একেবারেই ভিত্তিহীন।
তিনি জানান, শিগগিরই সবার জন্য সহজলভ্য করা হবে এই ভ্যাকসিন।
মুরাশকো বলেন, ভ্যাকসিনের প্রথম প্যাকেজ আগামী দুই সপ্তাহের মধ্যে গ্রহণ করা হবে। প্রাথমিকভাবে চিকিৎসকদের এই ভ্যাকসিন দেয়া হবে।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও’র পক্ষ থেকে বলা হয়েছে, সুরক্ষা সম্পর্কিত সমস্ত তথ্য কঠোরভাবে পর্যালোচনা করেই ভ্যাকসিনের ছাড়পত্র দেবে তারা। এ নিয়ে রুশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলছে সংস্থাটি।
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post আগুন নিয়ে খেললে নিজেরাই পুড়ে মরবে, যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি
Next post সঞ্জয় দত্তের ক্যান্সার নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান স্ত্রীর
Close