করোনাভাইরাস নিয়ে বিশ্বজুড়ে তোলপাড়ের মধ্যে সংবাদমাধ্যমে জায়গা করে নিয়েছিল উত্তর কোরিয়ার শাসক কিম জং-উনের মৃত্যুর গুঞ্জন। দীর্ঘ জল্পনার পর অবশেষে মে দিবস উপলক্ষে ২০ দিন পর প্রকাশ্যে এসে একটি সার কারখানার উদ্বোধন করেন তিনি। সে দেশের সরকারি টিভি চ্যানেলে দেখানো হয় কিম জং-উনের প্রত্যাবর্তনের অনুষ্ঠান।
তবে প্রায় তিন সপ্তাহ ধরে অজ্ঞাতবাসে থাকার পর কিম জং-উনের হঠাৎ করে প্রকাশ্যে আসা নিয়েও উঠছে প্রশ্ন। দাবি করা হচ্ছে কিম জং-উন নন বরং তার ‘বডি ডাবল’ ওই সার কারখানা উদ্বোধন করেন। অর্থাৎ, তার মতো দেখতে আরেকজনকে কিম বলে চালানো হয়েছে। যেমনটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শত্রুপক্ষের নিশানা থেকে বাঁচতে হিটলার, স্টালিন, চার্চিলরা করেছিলেন। এমনকি ইরাকের প্রয়াত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনেরও ‘বডি ডাবল’ ছিল।
সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে প্রথম এমনটি দাবি করেন চীনের এক মানবাধিকার কর্মী জেনিফার জেং। নিজের এ দাবির পক্ষে ছবি পোস্ট করে প্রমাণ করার চেষ্টাও করেছেন তিনি।
কিমের পূর্বের ছবিগুলোর সঙ্গে সার কারখানা উদ্বোধনের ছবির বেশকিছু অমিল রয়েছে। যেগুলো এ সন্দেহকে আরও উসকে দিয়েছে। নতুন ছবিতে কিমকে বেশ স্থুল দেখাচ্ছে।
এ ছাড়া তার কান ও মুখের আকৃতি, চুলের স্টাইল, দাঁতের আকার এবং ঠোঁটের উপরে কিউপিড বো সম্পূর্ণ আলাদা।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য সান-এর প্রতিবেদনে বলা হয়েছে, এর আগেও কিমের বডি ডাবল নিয়ে আলোচনা হয়েছে। পূর্ববর্তী একটি প্রতিবেদনে কিমকে তার বডি ডাবলের সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে দেখা গেছে।
যদিও এমন দাবির পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি দক্ষিণ কোরিয়া।
কিমের অজ্ঞাতবাসের সময় ৫০ জনের চিকিৎসক প্রতিনিধি দল পাঠিয়েছিল চীন। তবে সেই প্রসঙ্গে পরবর্তী সময়ে কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।

More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
