Read Time:1 Minute, 45 Second

ব্রিটেনের সাধারণ নির্বাচনে ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনে বাংলাদেশি বংশোদ্ভূত লেবার পার্টির প্রার্থী রুপা হক তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। এ নিয়ে তৃতীয়বারের মতো নির্বাচিত হলেন তিনি। বৃহস্পতিবার এ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়।

রুপা হকের পৈতৃক নিবাস পাবনা জেলায়। ১৯৭২ সালে লন্ডনের ইলিংয়ে জন্ম নেওয়া এই বাংলাদেশি বংশোদ্ভুত অধ্যাপনার পাশাপাশি লেখালেখির সঙ্গেও জড়িত রয়েছেন। তার লেখনি তাকে এনে দিয়েছে খ্যাতি। এছাড়াও ব্রিটেনের শীর্ষস্থানীয় দৈনিক গার্ডিয়ান, সানডে ও অবজারভার পত্রিকায় নিয়মিত কলাম লেখেন তিনি।

উল্লেখ্য, যুক্তরাজ্য সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৯ বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। যাদের মধ্যে ৭ জনই নারী। বিরোধী লেবার পার্টি থেকে লড়েছেন সর্বোচ্চ ৭ বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। লিবারেল ডেমোক্র্যাট ও কনজারভেটিভ পার্টি থেকে এক জন করে এই নির্বাচনে অংশ নিয়েছেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post একক সংখ্যাগরিষ্ঠতার পথে বরিস জনসন
Next post মিয়ানমারের শাস্তির দাবিতে নিউ ইয়র্কে সমাবেশ
Close