Read Time:1 Minute, 47 Second

ইরানের দক্ষিণপূর্বাঞ্চলে এক আত্মঘাতী বোমা হামলায় বিপ্লবী গার্ড বাহিনীর ২৭ সদস্য নিহত হয়েছে। গতকাল বুধবার এ হামলার ঘটনা ঘটে। হামলায় আরো অন্তত ১৩ জন আহত হয়েছে।

সুন্নি জঙ্গিগোষ্ঠী জইশ আল আদল হামলার দায় স্বীকার করেছে বলে জানা গেছে। তারা ইরানের দক্ষিণপূর্বাঞ্চলের সংখ্যালঘু বালুচ জনগোষ্ঠীর অধিকার আদায়ে সশস্ত্র সংগ্রাম করছে।

পাকিস্তান সীমান্তের কাছে ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে হামলার এ ঘটনাটি ঘটে। গার্ড বাহিনীর সদস্যরা বাসে করে যাওয়ার সময় এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক ভর্তি একটি গাড়ি নিয়ে হামলা করে।

বিপ্লবী গার্ডের এক বিবৃতিতে বিষয়টির সত্যতা নিশ্চিত করা হয়েছে।

সুন্নি জঙ্গিগোষ্ঠী জইশ আল আদল হামলার দায় স্বীকার করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা ফার্স।

১৯৭৯ সালে ইরানে ইসলামিক বিপ্লবের ঠিক পরেই গড়ে তোলা হয়েছিল বিপ্লবী গার্ড বাহিনী, যাদের প্রধান দায়িত্বই হল সে দেশে ওই বিপ্লবের ঐতিহ্যকে রক্ষা করা। তাদের নিজস্ব পদাতিক, নৌ ও বিমান সেনা পর্যন্ত রয়েছে – আর এই বাহিনী সরাসরি সর্বোচ্চ নেতার আশীর্বাদধন্য।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post মাতৃভাষা দিবস পালনে কানাডা স্বেচ্ছাসেবক লীগের প্রস্তুতি সভা
Next post পাকিস্তানি হজযাত্রীদের সুবিধায় সৌদিতে বিশেষ প্রকল্প!
Close