Read Time:2 Minute, 49 Second

চলতি বছর পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন আর্থার আশকিন, রেজার্ড মুরু এবং ডোনা স্ট্রিকল্যান্ড নামের তিন বিজ্ঞানী।

লেসার নিয়ে গবেষণায় ‍যুগান্তকারী উদ্ভাবনের জন্য মঙ্গলবার রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস এ পুরস্কারের জন্য তাদের নাম ঘোষণা করে।

সুইডেনের রাজধানী স্টকহোমে আগামী ১০ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এই তিন বিজ্ঞানীর হাতে তুলে দেওয়া হবে পুরস্কার।

গার্ডিয়ান জানায়, যুক্তরাষ্ট্রের আর্থার, ফ্রান্সের রেজার্ড এবং কানাডার ডোনাকে ভাগাভাগি করে দেওয়া হবে নোবেল পুরস্কারের অর্থ। এক্ষেত্রে  ৯০ লাখ সুইডিশ ক্রোনারের মধ্যে আর্থার অর্ধেক এবং বাকি অর্ধেক অন্য দুই বিজ্ঞানীর মধ্যে ভাগ করে দেওয়া হবে।

গত ৫৫ বছরের মধ্যে পদার্থবিদ্যায় নোবেল পাওয়া প্রথম নারী হলেন ডোনা স্ট্রিকল্যান্ড। পুরস্কারপ্রাপ্তিতে উচ্ছ্বাস প্রকাশ করে এক টেলিফোন সাক্ষাৎকারে ডোনা রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেসকে বলেন, আমার আগে মাত্র দুইজন নারী এক্ষেত্রে নোবেল পেয়েছেন; বিষয়টি আমি জানতামই না।

তিনি বলেন, অামরা সেই জায়গা থেকে বের হয়ে এসেছি। আমাদের উদযাপন করা উচিত। নারী হিসেবে সম্মানিত বোধ করছি।

বর্তমান কাজের ব্যস্ততার কথা জানিয়ে কোনও ধরনের সাক্ষাৎকার দিতে অস্বীকৃতি জানিয়েছেন আর্থার আশকিন। তিনি বলেন, একটি গবেষণা নিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছি।

এর আগে সোমবার ক্যান্সারের চিকিৎসার নতুন পদ্ধতি আবিষ্কারের জন্য চিকিৎসায় নোবেল বিজয়ী হিসেবে দুইজনের নাম ঘোষণা করে নোবেল কমিটি। এরা হলেন, যুক্তরাষ্ট্রের জেমস পি অ্যালিসন ও জাপানের তাসুকু হনজো।

আগামী বুধবার রসায়নে, শুক্রবার শান্তিতে এবং সোমবার অর্থনীতিতে এ বছরের জন্য নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ‘সু চির পদক্ষেপ দুঃখজনক, তবে নোবেল প্রত্যাহার নয়’
Next post কলকাতা মেডিকেল কলেজে আগুন
Close