Read Time:1 Minute, 41 Second

মিয়ানমারে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিককে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই দুজন সাংবাদিকের মুক্তির দাবিতে রবিবার দেশটিতে বিক্ষোভ করেছে শতাধিক সাংবাদিক ও তরুণ।

বিক্ষোভকারীরা মিয়ানমারের সরকারকে সতর্ক করে দিয়ে বলেছে, দুই সাংবাদিককে মুক্তি না দেওয়া হলে তা জনগণের তথ্যের অধিকারের প্রতি হুমকি হয়ে দেখা দেবে।

মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনের প্রাণকেন্দ্রে রবিবার শতাধিক কলেজ শিক্ষার্থী শান্তিপূর্ণ অবস্থান নিয়ে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে।রয়টার্সের দুই সাংবাদিকের বিরুদ্ধে দেওয়া রায়ের নিন্দা জানিয়ে স্লোগান দেয় তারা।

বিক্ষোভকারীরা রয়টার্সের সাংবাদিক ওয়া লোন ও কিয়াউ সোয়ে উ’র মুক্তি দাবি সম্বলিত বেলুন উড়ায়।

প্রসঙ্গত, গত ৩ সেপ্টেম্বর রয়টার্সের ওই দুই সাংবাদিককে দোষী সাব্যস্ত করা হয়। তারা গত বছরের আগস্টে রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনী ও স্থানীয় বৌদ্ধদের হাতে ১০ জন রোহিঙ্গার নিহত হওয়ার ঘটনার অনুসন্ধান করছিলেন।

সূত্র: রয়টার্স

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post চীনা পণ্যে আবারও শুল্ক আরোপ করতে পারেন ট্রাম্প
Next post মাংখুটের তাণ্ডবে নিহত বেড়ে ৬৬
Close