হারানো ভূমি ফেরতের দাবিতে গাজায় বিক্ষোভরত ফিলিস্তিনিদের ওপর গুলিবর্ষণ করেছে ইজরায়েলী আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। এতে স্বেচ্ছাসেবী স্বাস্থ্যকর্মীসহ নিহত হয়েছেন দুই ফিলিস্তিনি। আহত হয়েছেন অন্তত দুই শতাধিক ব্যক্তি। এদের মধ্যে গুরুতর অবস্থায় আছেন ১৩১ জন।
চলতি বছরের মার্চ মাস থেকে ইজরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ করে আসছে ফিলিস্তিনের গাজাবাসীরা। প্রায় ৭০ বছর আগে বিতাড়িত ভূমি ফেরত পাওয়ার দাবিতে ‘দ্য গ্রেট মার্চ অব রিটার্ন’ নামে আন্দোলন করে আসছেন তারা। প্রতি শুক্রবার জুম্মার নামাযের পর গাজায় বিক্ষোভ মিছিল বের করা হয়। আর তাতে বরাবরই গুলি বর্ষণ করে ইজরায়েলী বাহিনী।
এই আন্দোলনে ইজরায়েলী বাহিনীর গুলিবর্ষণে এখন পর্যন্ত ১৫৯ জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সেই লাশের মিছিলে যুক্ত হলো আরও দুইটি সংখ্যা। এছাড়াও এখন পর্যন্ত আহত হয়েছেন প্রায় ১৬ হাজার বেসামরিক ফিলিস্তিনি নাগরিক।
নিহত দুই ব্যক্তি হলেন- স্বেচ্ছাসেবী স্বাস্থ্যকর্মী আবদুল্লাহ আল কাতিতি (২৬) এবং সাইদ আলৌল (৫৫)। নিহতদের পরিচয় নিশ্চিত করেন ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিদরা। একই ঘটনা আহতদের মধ্যে ১৭৬ জনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আর গুরুতর আহতদের মধ্যে থেকে ১৩১ জনকে হাসপাতালে নেওয়া হয়।
গাজা থেকে আল জাজিরার সংবাদকর্মী চার্লস স্ট্রাটফোর্ড বলেন, “ইজরায়েলী সেনাবাহিনী ড্রোনের মাধ্যমে অনেক কাঁদুনে গ্যাস ছোঁড়ে। আগামী মুহুর্তগুলো বেশ উত্তেজনার। থমথমে অবস্থা বিরাজ করছে এখানে”।
সূত্রঃ আল জাজিরা
More Stories
নির্বাচনে সবার অংশগ্রহণ দেখতে চায় জাতিসংঘ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবার অংশগ্রহণ দেখতে চায় জাতিসংঘ। সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক বলেছেন, অন্তর্ভূক্তিমূলক নির্বাচন হতে হবে...
হামাসকে ধ্বংস করতে ইসরায়েলের ১০ বছর যুদ্ধ করতে হবে: ম্যাক্রোঁ
হামাসকে ধ্বংস করতে ইসরায়েলের ১০ বছর যুদ্ধ করতে হবে। শনিবার (০২ ডিসেম্বর) গাজায় যুদ্ধবিরতি শেষে আবার ইসরায়েলি আক্রমণে উদ্বিগ্ন হয়ে...
সবার কাছে স্বীকৃতি পাবে এমন নির্বাচন দেখতে চায় জাতিসংঘ
জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ডেনিস ফ্রান্সিস জানিয়েছেন, সবার কাছে অবাধ ও সুষ্ঠু হিসেবে স্বীকৃতি পাবে বাংলাদেশে এমন একটি নির্বাচন দেখতে...
বিএনপির সমাবেশের পরিকল্পনায় যুক্ত ছিলেন পিটার হাস, অভিযোগ রাশিয়ার
ঢাকায় গত মাসে সরকারবিরোধী সমাবেশের পরিকল্পনায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস যুক্ত ছিলেন বলে অভিযোগ তুলেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া...
ইউক্রেন যুদ্ধের ভাগ্য নির্ধারণ হবে আগামী মাসে: ম্যাক্রোঁ
চলতি বছরের শেষে ইউক্রেন যুদ্ধের ভাগ্য নির্ধারণ হবে। তবে অদূর ভবিষ্যতে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সংলাপে বসার কোনো সম্ভাবনা নেই বলে...
এক ভিসায় ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ
ইউরোপের শেনজেন ভিসার মতো এবার নতুন ভিসা পদ্ধতি চালু হচ্ছে মধ্যপ্রাচ্যেও। সর্বসম্মতিক্রমে এ অঞ্চলের জন্য প্রস্তাবিত ‘ইউনিফায়েড ট্যুরিজম ভিসা’ বা...