Read Time:2 Minute, 23 Second

প্রকাশ পেয়েছে মাইম আইকন, প্রবাসী সাংবাদিক ও সংগঠক কাজী মশহুরুল হুদার নতুন বই ‘লিটল বাংলাদেশ, আমেরিকার বুকে মাইলস্টোন’। বইটি প্রকাশ করেছে- নন্দিতা প্রকাশ। এর প্রকাশক বি ভি রঞ্জন। বইটি পাওয়া যাচ্ছে- একুশে বই মেলা ২০২০ এর নন্দিতা প্রকাশের স্টলে (নম্বর : ২৭৬, ২৭৭ ও ২৭৮)।

বইটি প্রসঙ্গে লেখক হুদা বলেন-
লিটল বাংলাদেশ, আমেরিকার বুকে মাইলস্টোন। কারণ বাংলাদেশের বাইরে পৃথিবীর মধ্যে কমিউনিটির দ্বারা প্রতিষ্ঠিত লিটল বাংলাদেশ প্রথম এবং অদ্বিতীয়। (উল্লেখ্য আরমেনিয়ান একটি অঞ্চলের নাম করণ রয়েছে বাংলাদেশ, তা বাংলাদেশী বা প্রবাসী কতৃক নির্মিত নয়। বিস্তারিত বইয়ের ভেতর লেখা আছে।)

লিটল বাংলাদেশ আমেরিকা তথা বিশ্বের বুকে বাংলাদেশ ও বাঙারী জাতির গর্ব ও অহংকার। এখন লিটল বাংলাদেশ কেনো একটি এলাকা নয়, লস এঞ্জেলেসের বাংলাদেশী আমেরিকানকে বা ক্যালিফোর্নিয়া স্টেটকে বোঝায় না। সমগ্র আমেরিকান বাংলাদেশী কমিউনিটিকেই বোঝায়। কারণ লিটল বাংলাদেশ আমেরিকার বুকে একটিই। সারা বিশ্বে একটি। লিটল বাংলাদেশ শুরু থেকে শেষ পর্যন্ত আমার অংশগ্রহণ, একজন কমিটির কো অর্ডিনেটর হিসেবে অজানা কিছুই নয়। সেক্ষেত্রে এই গ্রন্থ একটি দলিল হিসেবে থাকবে। ভবিষ্যতে গবেষণালব্ধ কার্জের ধারক তথ্যাদি অনেকের কাজে আসতে পারে।

গ্রন্থটি লেখার উদ্দেশ্য, লিটল বাংলাদেশকে বাংলা ভাষাভাষিদের কাছে পৌঁছে দেওয়া। ইচ্ছা রয়েছে, বইটির ইংরেজি অনুবাদ করাব, যাতে মূলধারার মানুষের কাছে ইতিহাস হিসেবে লিটল বাংলাদেশ পরিগনিত হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post লস এঞ্জেলেসে একুশের কর্মসূচী
Next post সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে মাস্ক বিতরণ
Close