Read Time:1 Minute, 54 Second

আগামী উত্তর আমেরিকা বাংলা কবিতা ও সাহিত্য সম্মেলন ২০২০-এ বঙ্গবন্ধুর শতবর্ষ উদযাপন পর্ব রাখার ঘোষণা দিয়েছে সম্মেলন পরিচালনা কমিটি। বিষয়টি জানিয়েছেন- সম্মেলন কমিটির প্রেসিডেন্ট আতিকুর রহমান আতিক ও সেক্রেটারী কাজী মশহুরুল হুদা।

তারা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণার কথা জানান। তারা জানান, বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম বর্ষ উপলক্ষে বিশ্বব্যাপী যে মুজিব বর্ষ পালিত হচ্ছে তার সাথে উত্তর আমেরিকা বাংলা কবিতা ও সহিত্য সম্মেলন ২০২০তে একাত্ম হয়ে উদযাপন করা হবে।

এই বিশেষ পর্বে বাংলা সাহিত্যে বঙ্গবন্ধুর অবদান ও তার গ্রন্থ সমূহের উপর আলোচনা, চিত্র প্রদর্শনী এবং চিত্রাংকন প্রতিযোগিতার ব্যাবস্থা করা হবে। আয়োজকরা জানান, ফ্লোরিডার ফোর্ড লওডারডেল অনুষ্ঠিতব্য উত্তর আমেরিকা বাংলা কবিতা ও সাহিত্য সম্মেলন ২০২০ হবে আগামী ১১ ও ১২ জুলাই। ইতিমধ্যে উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে এ সম্মেলনে অতিথিরা যোগদান এবং অংশগ্রহণের ব্যাপারে উৎসাহ দেখিয়েছেন।

এরই মধ্যে ব্যাপক সাড়াও পাওয়া গেছে। হোস্ট সংগঠন বাংলাদেশ ফাউন্ডেশন অব ফ্লোরিডা ব্যাপক আয়োজনে দুদিনব্যাপী এই সম্মেলনের প্রস্তুতি গ্রহণ করছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post এতো জরুরী কেন একাত্তরের ইতিহাস?
Next post লস এঞ্জেলেসের নেতা সমাচার
Close