Read Time:2 Minute, 23 Second

কাতারে বাংলাদেশের বিজয় দিবস ও কাতারের জাতীয় দিবস উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার বাংলাদেশ ব্যাডমিন্টন সোসাইটির আয়োজনে রাজধানী দোহার আল সাদ স্পোর্টস ক্লাবে এ, বি এবং সি গ্রুপ ও ৬ টি বিভাগে ১৬৫ জন বাংলাদেশি অংশগ্রহণ করেন। খেলা দেখতে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এর মধ্যে বাংলাদেশ বিমান ও ফেনী- এই দুটি দলের লেখার আকর্ষণ ছিল অন্যতম।
সংগঠনের সভাপতি আলমগীর হোসেন আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের দূতাবাসের শ্রম সচিব মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি নজরুল ইসলাম সিসি ও বর্তমান সভাপতি মো. কফিল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মতিন পাটোয়ারী, স্পেক্ট্রা গ্রুপের চেয়ারম্যান মামুন খান।

সাধারণ সম্পাদক আশফাক উদ্দিন মামুনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক উবায়দুল রহমান, রহমত উল্লাহ ফারিয়াজ, তৌহিদুল ইসলাম তৌহিদ, এইচ এম রাজিবসহ আয়োজক কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ।

প্রধান অতিথি জানান, মাদকের আগ্রাসন থেকে যুব সমাজকে রক্ষা করতে বর্তমান সময়ে খেলাধূলার কোন বিকল্প নেই। তাই সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আয়োজক কমিটি ও আগত অতিথিরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post জাপার ৩৭ প্রেসিডিয়াম সদস্যের নাম ঘোষণা
Next post সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, দেশে উদ্বিগ্ন পরিবার
Close