Read Time:2 Minute, 28 Second

মাদ্রিদে ঢাকা জেলা প্রবাসীদের সংগঠন ‘ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেন’ এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত রবিবার (৮ ডিসেম্বর) স্থানীয় বাংলাদেশ অ্যাসোসিয়েশনের কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে মো. শাহ আলম সভাপতি ও এস এম মাসুদুর রহমান সাধারণ সম্পাদক পদে পুননির্বাচিত হয়েছেন। 

সাধারণ সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেন-এর প্রধান উপদেষ্টা হাজী আজিজুল হক খালেক। উপদেষ্টা এস এম আহমেদ মনিরের পরিচালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য দেন উপদেষ্টামন্ডলীর সদস্য ইফতেখার আহমেদ লিটন মোল্লা, মাহবুব, ইনসাফ সুমন ভূঁইয়া, সরফরাজ নেওয়াজ বাবু, নুরুল আমীন ও মো. নুরুল হক।  এছাড়াও বক্তব্য দেন- রুবেল সামাদ, আবু বক্কর, আরজু মিয়া, আব্দুল মন্নান, আজহার মুন্না, আশরাফুল আলম, রনি রঞ্জু ভূঁইয়া, নাদিম সালেহ, মাজহারুল ইসলাম, রাজিবুল করিম তালুকদার, মো. শাকিল, রুবেল মিয়া, মো. হোসেন আলী, নাদিম হোসেন প্রমুখ।

সভায় আলোচনা পর্যালোচনা শেষে ২০২০-২১ সালের জন্য ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির গুরুত্বপূর্ণ পদে যারা নির্বাচিত হয়েছেন, তারা হলেন সভাপতি মো. শাহ আলম, সিনিয়র সহ-সভাপতি রুবেল সামাদ, সাধারণ সম্পাদক এস এম মাসুদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রনি রঞ্জু ও সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর। 

স্পেনে ঢাকা জেলার প্রবাসীদের ঐক্যবদ্ধ প্লাটফরম হিসেবে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনকে কার্যকরী রেখে ঢাকার সুনাম অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করেন নতুন কমিটির সদস্যরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post একাত্তরের গণহত্যা মানব ইতিহাসের ভয়াবহতম : রাষ্ট্রদূত রাবাব ফাতিমা
Next post একক সংখ্যাগরিষ্ঠতার পথে বরিস জনসন
Close