Read Time:2 Minute, 30 Second

নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যদি কেউ ভোট বানচালের চেষ্টা করে, তবে জনগণকে সঙ্গে নিয়ে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর কলাবাগান সরকারি স্টাফ কোয়ার্টার মাঠে ঢাকা-১০ আসনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে জামায়াত প্রধান বলেন, দেশের আকাশে কিছু কালো চিল ঘোরাফেরা করছে। তারা জনমানুষের আকাঙ্ক্ষার এই নির্বাচনকে বানচাল করতে চায়।

ডা. শফিকুর রহমান আগামী দিনের শাসনব্যবস্থা নিয়ে বলেন, আগামী দিনে যে সরকার গঠিত হবে, তা কোনো নির্দিষ্ট দল, পরিবার কিংবা জোটের সরকার হবে না; বরং সেই সরকার হবে দেশের ১৮ কোটি মানুষের সরকার। আমরা ক্ষমতায় আসতে পারলে দেশবাসীকে একটি মানবিক বাংলাদেশ উপহার দেব।

জামায়াতের ইশতেহার ঘোষণা অনুষ্ঠান স্থগিত
তিনি অঙ্গীকার করেন, ২০২৪-এর ছাত্র-জনতার বিপ্লবে সংঘটিত প্রতিটি হত্যার বিচার নিশ্চিত করা হবে।

ঢাকার হাজারীবাগ ও ট্যানারি শিল্প নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়ে জামায়াত আমির বলেন, ‘ট্যানারি শিল্পকে আধুনিক রূপ দেয়া হবে। চামড়া শিল্পে বাংলাদেশ বিশ্বে এক অনন্য নজির স্থাপন করবে ইনশাআল্লাহ।’

তিনি অভিযোগ করেন, অনেক পক্ষ আগামী ১০০ বছর দেশের কী লাগবে, তা এখনই বাইরে থেকে বিদেশি শক্তির মাধ্যমে ঠিক করে দেয়ার চেষ্টা করছে।

জনসভায় ঢাকা-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থীসহ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগরীর শীর্ষ নেতার বক্তব্য দেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post তারেক রহমান বিএনপি ছাড়া দেশকে সঠিকভাবে পরিচালনা করার অভিজ্ঞতা কোনো দলের নেই
Next post পালাই না- বড়াই করেও সবার আগে পালিয়েছেন হাসিনা : মির্জা ফখরুল
Close