Read Time:3 Minute, 1 Second

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে স্থানীয় প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেটের বাগবিতণ্ডার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে ওই ম্যাজিস্ট্রেটকে লক্ষ্য রুমিন ফারহানাকে বলতে শোনা গেছে, আজকে আমি ভদ্রতা করে বলে যাচ্ছি। নেক্সট টাইম ভদ্রতা করে দেখাবো না।

শনিবার (১৭ জানুয়ারি) সরাইল উপজেলার নোঁয়াগাও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে এই ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ওই ভিডিওতে দেখা গেছে, একটি অনুষ্ঠান থেকে সমর্থকদের নিয়ে বের হচ্ছেন রুমিন ফারহানা। দায়িত্বরত একজন ম্যাজিস্ট্রেট তাকে থামানোর চেষ্টা করেন এবং আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কথা বলতে চান।

এসময় রুমিন ফারাহানা তাকে উদ্দেশ্যে করে বলেন, এটা সব জায়গায় হচ্ছে। আপনি পারলে থামায় দেন। আজকে আমি ভদ্রভাবে বললাম, নেক্সট টাইম ভদ্রতা দেখাবো না।

এসময় রুমিন ফারহানার পাশে থাকা এক ব্যক্তি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ম্যাজিস্ট্রেটকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনাদের এই রকম দেখায়। আপনারা কিছু করতে পারেন না।’

এক পর্যায়ে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রুমিন ফারহানা বলেন, ‘আপনাদের এরকম দেখায়। প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। আজকে আপনাকে আঙুল তুলে বলে গেলাম, আপনি শুনছেন। ভবিষ্যতে আমি শুনব না। আমি যদি না বলি, আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার, মাথায় রাখবেন। শেখ হাসিনার সময়, আপনি এখন যাদের কথায় চলতেন…। আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না আমার।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান গণমাধ্যমকে বলেন, নির্বাচন বিধিমালা লঙ্ঘন করে তারা সমাবেশের আয়োজন করে। বিষয়টি নিয়মবহির্ভূত হওয়ায় আমরা সেখানে গিয়ে তাদেরকে সমাবেশ না করার জন্য বলি। তারা চলে যাওয়ার সময় সমাবেশের আয়োজক মো. জুয়েলকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। সমাবেশ করতে না পেরে চলে যাওয়ার সময় ওই প্রার্থী আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। বিষয়টি আমি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে জানিয়েছি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post নতুন রাজনৈতিক প্লাটফর্ম এনপিএ’র আত্মপ্রকাশ
Next post কৌশলের নামে গুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি কর্মীরা: তারেক রহমান
Close