Read Time:2 Minute, 26 Second

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে তৃতীয়বারের মতো রাজধানীর শাহবাগ চত্বর অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে পৌঁছালে সেখানে অবস্থান কর্মসূচি শুরু হয়।

অবরোধ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, কোনো পক্ষ যদি বৈঠকে বসে, সেটি অবশ্যই প্রকাশ্য হতে হবে। কোনো ধরনের গোপন বৈঠক চলবে না। দিল্লির সঙ্গে কোনো সিক্রেট বৈঠক তারা মেনে নেবেন না বলেও মন্তব্য করেন তিনি।

আবদুল্লাহ আল জাবের বলেন, বাংলাদেশের তিন দিক থেকে ভারতীয় আধিপত্যবাদ বিদ্যমান। এ কারণেই তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেন। একইভাবে যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশে আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করে, সেক্ষেত্রেও তারা এর বিরোধিতা করবেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কোনো শক্তির কাছে তুলে দেওয়া হবে না। এই আন্দোলন কেবল শুরু হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বক্তব্যে শহীদ শরীফ ওসমান হাদির আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, ওসমান হাদি তাদের আন্দোলনের পথ দেখিয়ে গেছেন। তার দেখানো পথেই সামনে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেন নেতাকর্মীরা।

তিনি বলেন, বাংলাদেশের বিরুদ্ধে যেকোনো ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে ইনকিলাব মঞ্চের লড়াই অব্যাহত থাকবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি
Next post আ.লীগ ভুল স্বীকার না করলে জনগণ ক্ষমা করবে না: শফিকুল আলম
Close