সৌদি আরবে আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশজুড়ে চলা অভিযানে এক সপ্তাহে ২২ হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করেছে দেশটি। শনিবার (২৫ অক্টোবর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানায়। খবর গালফ নিউজের।
বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ১৪ থেকে ২০ আগস্টের মধ্যে সরকারি সংস্থাগুলোর সমন্বয়ে নিরাপত্তা বাহিনীর এই যৌথ অভিযানে মোট ২২ হাজার ২২২ জন ব্যক্তিকে আটক করা হয়। এদের মধ্যে ১৩ হাজার ৫৫১ জন আবাসন আইন, ৪ হাজার ৬৬৫ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৪ হাজার ৬ জন শ্রম আইন লঙ্ঘনকারী ছিলেন।
আটকদের প্রায় ২০ হাজার জনকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য তাদের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। অন্যদিকে, ১ হাজার ৬৬৪ জনের ভ্রমণ ব্যবস্থা প্রক্রিয়াধীন ছিল। সপ্তাহের শেষে মোট ১২ হাজার ৯২০ জনকে ইতোমধ্যে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই সময়ে ১ হাজার৭৮৬ জন ব্যক্তিকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে রাজ্যে প্রবেশের চেষ্টা করার সময় ধরা হয়, যাদের অধিকাংশই ছিল ইয়েমেনি বা ইথিওপীয় নাগরিক। এছাড়া, আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় বা কর্মসংস্থান দেওয়ার অভিযোগে ১৮ জন ব্যক্তিকে আটক করেছে কর্তৃপক্ষ। বর্তমানে মোট ২৫ হাজার ৯২১ জন প্রবাসী—যাদের মধ্যে ২৩ হাজার ৪১৯ জন পুরুষ এবং ২ হাজার ৫০২ জন নারী, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর হুঁশিয়ারি দিয়েছে যে, যারা অবৈধ প্রবেশে সহায়তা করবে, আশ্রয় দেবে বা কর্মসংস্থান দেবে, তাদের ১৫ বছর পর্যন্ত জেল এবং ১ মিলিয়ন রিয়াল (প্রায় ২ কোটি ৯৫ লাখ টাকা) পর্যন্ত জরিমানা হতে পারে। আইন লঙ্ঘনে ব্যবহৃত গাড়ি ও সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে। নাগরিকদের সন্দেহভাজন লঙ্ঘনকারীদের সম্পর্কে কর্তৃপক্ষকে জানাতে ৯১১ (মক্কা, রিয়াদ এবং পূর্বাঞ্চলে) এবং ৯৯৯ বা ৯৯৬ নম্বরে ফোন করার আহ্বান জানানো হয়েছে।
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
