ভারতের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বলায় হিন্দু-মুসলিম নির্বিশেষে বাঙালিদের উপর ‘বাংলাদেশি’ তকমা দিয়ে নির্যাতন, আটক এবং ডিটেনশন ক্যাম্পে বন্দি করার প্রতিবাদে রাখি পূর্ণিমার পুণ্য লগ্নে কলকাতার রাজপথে বিরাট মিছিল করেছে বাংলা পক্ষ।
সংগঠনটি জানায়, এসব রাজ্যে প্রশাসন পরিকল্পিতভাবে বাঙালি শ্রমিকদের উপর অকথ্য নির্যাতন চালাচ্ছে। কাজ হারানো, শারীরিক হামলা এবং ডিটেনশন ক্যাম্পে বন্দি হওয়ার পর অসংখ্য বাঙালি রাজ্যে ফিরে আসতে বাধ্য হচ্ছেন। অথচ বাংলার শিল্পাঞ্চল ও শহরাঞ্চলের অনেক কাজ বহিরাগতদের দখলে রয়েছে।
ঐতিহাসিক তাৎপর্য বিবেচনায় বাংলা পক্ষ এই মিছিল আয়োজন করে রাখি পূর্ণিমার দিন। ১৯০৫ সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর যে রাখি বন্ধন উৎসবের সূচনা করেছিলেন, সেই স্মৃতিকে সম্মান জানিয়ে কলেজ স্ট্রিট থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় শ্যামবাজারে বীর সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশে। রাখি বন্ধনের প্রতীকী বার্তার মাধ্যমে বাঙালির ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক দেন নেতারা।
সংগঠনের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় অভিযোগ করে বলেন, হিন্দি সাম্রাজ্যবাদী, বাঙালি বিদ্বেষী বিজেপি বাঙালির ভাষা, সংস্কৃতি ও নাগরিকত্ব কাড়তে চায়। কিন্তু বাংলা পক্ষ তা হতে দেবে না। বাঙালি জাতীয়তাবাদের ঢেউ ক্রমেই শক্তিশালী হচ্ছে। আমরা মাথা উঁচু করে প্রথম সারির নাগরিক হয়েই বাঁচব।
তিনি বাংলার সরকারের কাছে ভূমিপুত্র সংরক্ষণ আইন প্রণয়ন ও ভিনরাজ্য থেকে ফিরে আসা বাঙালিদের কর্মসংস্থানের দাবি জানান।
সাংগঠনিক সম্পাদক ও শীর্ষ পরিষদ সদস্য কৌশিক মাইতি বলেন, মুসলমান অনুপ্রবেশকারী তাড়ানোর নামে বিজেপি আসলে বাঙালি জাতিকে ধ্বংসের ষড়যন্ত্র করছে। আক্রমণের কারণ ধর্ম নয়, মাতৃভাষা। বাবাই সর্দার থেকে বুদ্ধদেব বারিক—হাজার হাজার হিন্দু বাঙালিকেও ডিটেনশন ক্যাম্পে অত্যাচার করা হয়েছে। তাই প্রতিরোধ গড়তে হবে বাঙালি হিসেবেই।
এদিনের মিছিলে বাংলা পক্ষের শীর্ষ পরিষদ সদস্য অরিন্দম চট্টোপাধ্যায়, আব্দুল লতিফ, সম্রাট কর, মহ সাহীন, সৌম্যকান্তি ঘোড়ই, বিভিন্ন জেলা সম্পাদক ও জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন। হাজারো মানুষের অংশগ্রহণে মিছিলটি বাঙালির উপর নির্যাতন বন্ধ এবং বাংলায় ভূমিপুত্র সংরক্ষণ আইন প্রণয়নের দাবিতে গর্জে ওঠে।
More Stories
বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রণয় ভার্মা
শান্তিপ্রিয় বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, আমরা একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপ্রিয়, প্রগতিশীল...
শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা
বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, শুধুমাত্র পক্ষপাতদুষ্ট ও সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী...
জামায়াতের সঙ্গে আলোচনাকে নিয়মিত বৈঠকের প্রেক্ষাপটে দেখা উচিৎ: ভারত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এ বছরের শুরুর দিকে ভারতের একজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছিলেন। বার্তা সংস্থা রয়টার্সের...
বাংলাদেশের সঙ্গে যোগাযোগের একাধিক চ্যানেল খোলা রয়েছে: ভারতের সেনাপ্রধান
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, ‘যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের...
ঢাকা-করাচি ফ্লাইটের জন্য আকাশসীমা ব্যবহার করতে দেবে কিনা, জানাল ভারত
দীর্ঘ বিরতির পর আগামী ২৯ জানুয়ারি থেকে আবারও সরাসরি আকাশপথে যুক্ত হচ্ছে ঢাকা ও করাচি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই ফ্লাইটটি...
এবার কলকাতা উপ-হাইকমিশনে ভিসা সেবা বন্ধ করেছে বাংলাদেশ
দিল্লি-আগরতলার পর এবার কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা ছাড়া অন্য সব ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ।...
