প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে নির্বাচন কমিশনের কাছে তিন দফা দাবি তুলে ধরেছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স। রবিবার (২৭ জুলাই) এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে এনসিপি নেতা তারিক আদনান মুন দাবিসমূহ তুলে ধরেন।
তিন দফা দাবি:
১. প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া দ্রুত শুরু করতে হবে এবং এই প্রক্রিয়ার একটি সুস্পষ্ট রোডম্যাপ ১৪ই আগস্টের মধ্যে নির্বাচন কমিশনকে ঘোষণা করতে হবে। যাদের জাতীয় পরিচয়পত্র নেই, যারা নতুন ভোটার, তাদের বিদেশে অবস্থানের তথ্য হালনাগাদ করার সুযোগ দিতে হবে। এই প্রক্রিয়াটি বেশ জটিল ও সময় সাপেক্ষ – অথচ প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন না হলে ভোট আয়োজন সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়বে। আমাদের দূতাবাস ও কনসুলেট গুলতে এখনো নিবন্ধন শুরুর কোন কার্যকরী উদ্যোগ নেয়া হয়নি। এনিয়ে সব প্রবাসীরা অনেক ধোঁয়াশার মধ্যে আছে।
২. পোস্টাল ব্যালটে বা অনলাইনে প্রদত্ত ভোট যেন সময়মতো এবং স্বচ্ছতার সাথে গণনায় অন্তর্ভুক্ত হয় তা নিশ্চিত করতে হবে। কীভাবে এই ব্যালটগুলো যাচাই হবে, কোথায় পাঠাতে হবে, তা স্পষ্টভাবে বলা জরুরি। বিশেষ করে জানতে চাই, ভোট গণনার জন্য পোস্টাল ব্যালটগুলো কীভাবে যাচাই বা অনুমোদন করা হবে? এগুলো পাঠাতে হবে কোথায় (উদাহরণস্বরূপ: নির্বাচন কমিশনের কার্যালয়, সংশ্লিষ্ট দূতাবাস, বা অন্য কোনো নির্দিষ্ট ঠিকানা)? ব্যালট পৌঁছানোর সময়সীমা ও গৃহীত ব্যালট গণনায় অন্তর্ভুক্ত করার নিয়ম কীভাবে নির্ধারিত হবে? প্রক্রিয়াটি যেন স্বচ্ছ হয় এবং কোনো ভোট যেন বাদ না পড়ে–তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন কী ধরনের মনিটরিং বা ট্র্যাকিং ব্যবস্থা গ্রহণ করবে?
৩. প্রবাসীদের ভোটাধিকার কার্যকর করার জন্য একটি স্থায়ী উচ্চপর্যায়ের কারিগরি কমিটি গঠন করতে হবে যা ২০২৬ পরবর্তী নির্বাচনগুলো নিয়েও দীর্ঘ মেয়াদে কাজ করবে। এই কমিটিতে প্রযুক্তিবিদ, আইনজ্ঞ, নির্বাচন বিশেষজ্ঞ ও প্রবাসী প্রতিনিধিদের যুক্ত করতে হবে, এবং দীর্ঘমেয়াদে কাজ করতে হবে।
সংবাদ সম্মেলনে এনসিপির ডায়াস্পোরা অ্যালায়েন্স পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়। ২৭ জুলাই থেকে ১৩ আগস্ট ‘আমার ভোট আমি দেব, প্রবাস থেকেও অংশ নেব’ সর্বাত্মক অনলাইন ক্যাম্পেইন, প্রবাসী গণজমায়েত, ও নির্বাচন কমিশনের কাছে প্রবাসীর চিঠি প্রেরণ। ১৪ আগস্টের মধ্যে রোডম্যাপ ও গাইডলাইন প্রকাশিত না হলে, ১৫, ১৬ ও ১৭ আগস্ট ‘গ্লোবাল প্রটেস্ট ডায়াস্পোরা রাইজিং ফর ভোটিং রাইটস’ কর্মসূচি পালন করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজ, যুগ্ম সদস্য সচিব ফারহাদ আলম ভূঁইয়া, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম ও এনসিপি যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম।
এছাড়া অনলাইনে যুক্ত ছিলেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও ডায়াস্পোরা অ্যালায়েন্সের কো-অরডিনেটর (পলিসি উইং) দিলশানা পারুলসহ বিভিন্ন দেশের কেন্দ্রীয় নেতারা।
More Stories
পাকিস্তানে ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান, ওয়াটার স্যালুটে অভ্যর্থনা
পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ...
নির্বাচিত হলে পুরোনো কাসুন্দি নিয়ে কামড়াকামড়ি করব না: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জনগণ যদি তাদের পবিত্র মূল্যবান ভোট দিয়ে এই জোট, এই ঐক্যকে নির্বাচিত...
এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা
নতুন রাজনৈতিক দল ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে...
ধানের শীষের সঙ্গে গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দেবেন : তারেক রহমান
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার সঙ্গে সংস্কারের পক্ষে গণভোটে হ্যাঁ-তে রায় দেওয়ার জন্য আহ্বান...
গণভোটের পক্ষে-বিপক্ষে প্রচারণা চালাতে পারবেন না সরকারি চাকরিজীবীরা
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোটকে কেন্দ্র করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ‘হ্যাঁ’ অথবা ‘না’-এর পক্ষে কোনো ধরনের প্রচার-প্রচারণায় অংশ নেওয়া থেকে...
জামায়াত আমাদের ব্যবহার করতে চেয়েছিল: মুফতি রেজাউল করিম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘জামায়াতসহ ৮ দলীয় জোট গঠন করে আমরা এগুচ্ছিলাম। কিন্তু পরবর্তীতে...
