জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা প্রতীক যুক্ত করা এবং তাদের নৌকা প্রতীক বাদ দেওয়ার দাবি নাকচ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে শাপলা ফুল প্রতীকের তালিকায় যুক্ত হচ্ছে না। একই সঙ্গে থাকছে নৌকা প্রতীকও।
রবিবার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সকালে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতে শাপলা প্রতীক যোগ করে তালিকা থেকে নৌকা প্রতীক বাদ দেওয়ার দাবি জানায়।
জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল বলেন, ‘নিবন্ধন স্থগিত থাকলেও নৌকা ইসির প্রতীক তালিকায় বহাল থাকবে। নৌকা প্রতীকএকটা পার্টির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে; প্রতীক তো নির্বাচন কমিশনের। দলটির নামে এলটমেন্ট বা এলোকেশন করা হয়েছে, কিন্তু দল তো বাতিল হয়নি। দল যদি বাতিলও হয়, প্রতীক তো বাতিল হবে না।’
সিইসির সঙ্গে এনসিপি প্রতিনিধি দলের বৈঠকের পর নির্বাচন ভবনে ব্রিফিংয়ে অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা বলেন, ‘আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকা অবস্থায় নৌকাকে তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। এ বিষয়টি ইসির নজরে এনেছি। আইনগতভাবে নৌকাকে প্রতীক তালিকায় রাখতে পারে না ইসি।’
২০০৮ সালে রাজনৈতিক দল নিবন্ধন প্রথা চালু হলে দলের নামে প্রতীক সংরক্ষিত করে ইসি। বর্তমানে জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহার করার জন্য নিবন্ধিত দল ও স্বতন্ত্র প্রার্থীর ৬৯টি প্রতীক সংরক্ষিত রয়েছে। এরমধ্যে দলের নিবন্ধন বাতিল হওয়া প্রতীকগুলো রয়েছে তালিকায়; এমন চারটি প্রতীক বাঘ, চাবি, কুড়াল ও হুক্কা।
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে বিদ্যমান ও প্রস্তাবিত প্রতীক মিলিয়ে ১১৫টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বিধিমালার খসড়া পাঠানো ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে।
জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহালের পর দাঁড়িপাল্লা প্রতীক ওই তালিকায় যুক্ত করা হয়েছে। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকলেও নৌকা প্রতীক সেখানে বহাল রয়েছে। কিন্তু এনসিপি ও নাগরিক ঐক্যের চাওয়া শাপলা সেখানে রাখা হয়নি।
এনসিপির যুগ্ম সদস্যসচিব মুসা বলেন, ‘শাপলাকে তালিকাভুক্ত করার পাশাপাশি এনসিপি নিবন্ধন শর্ত পূরণ করতে পারলে তখন যেন শাপলা প্রতীক বরাদ্দ পায়। কমিশন সাধারণত দরখাস্ত গ্রহণ করে তা বিবেচনা করে থাকে।’
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘এনসিপি তাদের দাবি জানিয়ে গেছে, (শাপলা) এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। শাপলা প্রতীক নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার এখনও সময় হয়নি।’
More Stories
পাকিস্তানে ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান, ওয়াটার স্যালুটে অভ্যর্থনা
পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ...
নির্বাচিত হলে পুরোনো কাসুন্দি নিয়ে কামড়াকামড়ি করব না: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জনগণ যদি তাদের পবিত্র মূল্যবান ভোট দিয়ে এই জোট, এই ঐক্যকে নির্বাচিত...
এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা
নতুন রাজনৈতিক দল ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে...
ধানের শীষের সঙ্গে গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দেবেন : তারেক রহমান
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার সঙ্গে সংস্কারের পক্ষে গণভোটে হ্যাঁ-তে রায় দেওয়ার জন্য আহ্বান...
গণভোটের পক্ষে-বিপক্ষে প্রচারণা চালাতে পারবেন না সরকারি চাকরিজীবীরা
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোটকে কেন্দ্র করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ‘হ্যাঁ’ অথবা ‘না’-এর পক্ষে কোনো ধরনের প্রচার-প্রচারণায় অংশ নেওয়া থেকে...
জামায়াত আমাদের ব্যবহার করতে চেয়েছিল: মুফতি রেজাউল করিম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘জামায়াতসহ ৮ দলীয় জোট গঠন করে আমরা এগুচ্ছিলাম। কিন্তু পরবর্তীতে...
