জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, হাইব্রিড নেতারা অন্যের ছেলের ভবিষ্যৎ নষ্ট করে নিজের ছেলের ভবিষ্যৎ গড়ে। তারা অন্যের ছেলেকে চামচা বানায় আর নিজের ছেলেকে নেতা বানায়।
মঙ্গলবার (৮ জুলাই) মেহেরপুরে দলের পদযাত্রা কর্মসূচিতে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, কোনো মার্কা ও ব্যক্তির কাছে আমাদের বিবেক যেন বন্ধক না থাকে। যারা বাংলাদেশকে ধারণ করে এবং জনপ্রিয়, তাদেরকেই নেতা নির্বাচিত করব।
তিনি বলেন, নির্বাচনের সময় আমাদের দেশে একশ্রেণির নেতা উৎপাদন হয়, যারা ঢাকা থেকে বস্তায় বস্তায় টাকা নিয়ে এসে নির্বাচনের আগের রাতে ওসি-এসপি ও পোলিং এজেন্টদের কিনে নেয়। একদিন টাকা দেবে আর পাঁচ বছর গোলামি করাবে। ভোটের আগের রাতে যখন আপনাদেরকে টাকা দেবে, তখন সেবক না হয়ে মালিক হয়ে যাবে। আপনি হয়ে যাবেন তার দাস।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশকে আর অযোগ্য নেতা আর গমচোরদের হাতে তুলে দিয়েন না। রাস্তার টাকা মেরে যারা হজ করতে চায়, তাদের হাতে দেশকে তুলে দিয়েন না।
জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের অন্যতম এই নেতা বলেন, জনগণ পাশে থাকলে দিল্লিতে পালাতে হয় না, লন্ডনে থাকতে হয় না। জনগণ সাথে থাকলে এই বাংলাদেশেই থাকতে হয়। আমারা পিণ্ডি, দিল্লি, লন্ডন, আমেরিকার ওপর নির্ভর করতে চাই না।
তিনি আরো বলেন, আমাদের রাজনীতি কোনো ব্যবসায়ীর কাছে বর্গা দিইনি। জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে জনগণের জন্য রাজনীতি করব।
এ সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট শাকিল আহমেদ, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মুজাহিদুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
More Stories
পাকিস্তানে ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান, ওয়াটার স্যালুটে অভ্যর্থনা
পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ...
নির্বাচিত হলে পুরোনো কাসুন্দি নিয়ে কামড়াকামড়ি করব না: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জনগণ যদি তাদের পবিত্র মূল্যবান ভোট দিয়ে এই জোট, এই ঐক্যকে নির্বাচিত...
এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা
নতুন রাজনৈতিক দল ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে...
ধানের শীষের সঙ্গে গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দেবেন : তারেক রহমান
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার সঙ্গে সংস্কারের পক্ষে গণভোটে হ্যাঁ-তে রায় দেওয়ার জন্য আহ্বান...
গণভোটের পক্ষে-বিপক্ষে প্রচারণা চালাতে পারবেন না সরকারি চাকরিজীবীরা
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোটকে কেন্দ্র করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ‘হ্যাঁ’ অথবা ‘না’-এর পক্ষে কোনো ধরনের প্রচার-প্রচারণায় অংশ নেওয়া থেকে...
জামায়াত আমাদের ব্যবহার করতে চেয়েছিল: মুফতি রেজাউল করিম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘জামায়াতসহ ৮ দলীয় জোট গঠন করে আমরা এগুচ্ছিলাম। কিন্তু পরবর্তীতে...
