যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা সোমবার (৯ জুন) থেকে কার্যকর হতে যাচ্ছে। আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের ১২টি দেশের নাগরিকদের ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে অভিবাসন নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা আরও বেড়েছে।
গত বুধবার ট্রাম্প এই নতুন ঘোষণায় স্বাক্ষর করেন। নতুন নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন। এছাড়া বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলার নাগরিকদের জন্যও যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে কঠোর শর্ত আরোপ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রে জনপ্রিয় টিকটকার খাবি লামে আটক
তবে আগে যাদের ভিসা দেওয়া হয়েছে, তাদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না বলে শুক্রবার যুক্তরাষ্ট্রের সব কূটনৈতিক মিশনকে জানানো হয়েছে। তবে নতুন আবেদনকারীদের ক্ষেত্রে খুবই সীমিত সংখ্যক ছাড়া অধিকাংশ আবেদনই সোমবার থেকে বাতিল করা হবে।
অভিবাসন বিশ্লেষকদের মতে, ট্রাম্পের নতুন এই নিষেধাজ্ঞাটি আদালতের চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী করে আরও সতর্কভাবে তৈরি করা হয়েছে। আগের মেয়াদে মুসলিমপ্রধান কিছু দেশের নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করতে যে নির্বাহী আদেশ দেওয়া হয়েছিল, সেটি আদালতে ব্যাপকভাবে সমালোচিত হয়েছিল।
এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, এসব দেশের নাগরিকদের ‘সন্ত্রাসবাদের ঝুঁকি’ রয়েছে এবং তারা ‘জননিরাপত্তার’ জন্য হুমকি। এছাড়া এদের মধ্যে অনেকে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে থেকে যান। এসব দেশের নাগরিকদের যাচাই-বাছাই প্রক্রিয়া যথাযথ নয় বলেও দাবি করেন তিনি।
ট্রাম্প তার বক্তব্যে কলোরাডোর বোল্ডারে সাম্প্রতিক এক সন্ত্রাসী হামলার ঘটনাকেও এই নিষেধাজ্ঞার যৌক্তিকতা হিসেবে উল্লেখ করেন। তবে ওই ঘটনায় অভিযুক্ত ব্যক্তি মিশরের নাগরিক, যা নিষিদ্ধ তালিকাভুক্ত দেশের মধ্যে পড়ছে না।
এদিকে, অভিবাসী ও শরণার্থী সহায়তাকারী বিভিন্ন সংস্থা নতুন নিষেধাজ্ঞার তীব্র প্রতিবাদ জানিয়েছে। অক্সফাম আমেরিকার প্রেসিডেন্ট অ্যাবি ম্যাক্সম্যান বলেন, এই নীতি জাতীয় নিরাপত্তার বিষয় নয়। এটি বিভাজন সৃষ্টি ও নিরাপত্তার খোঁজে যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থী সম্প্রদায়গুলোর বিরুদ্ধে অপপ্রচার চালানোর একটি উপায়।
অন্যদিকে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকার এই নিষেধাজ্ঞাকে ‘ভেনেজুয়েলাবাসীদের কলঙ্কিত করার এবং অপরাধী হিসেবে তুলে ধরার অভিযান’ হিসেবে আখ্যায়িত করেছে।
সূত্র: এপি, ইউএনবি
More Stories
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
মাদুরোর আগে আর কোন কোন সরকারপ্রধানকে বন্দি করেছিল যুক্তরাষ্ট্র?
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করেছে যুক্তরাষ্ট্র—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণায় বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।...
হোয়াইট হাউসে ট্রাম্প–মামদানি বৈঠকে প্রশংসা আর সৌহার্দ্যের বার্তা
ওয়াশিংটনে হোয়াইট হাউসে শুক্রবার অনুষ্ঠিত হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির প্রথম আনুষ্ঠানিক বৈঠক। দুই...
