দেশ ও জাতির কল্যাণে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (১১ এপ্রিল) সকালে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, অহেতুক কোনো বিলম্ব না করে জাতির প্রত্যাশা পূরণের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচনের তারিখ ও রোডম্যাপ ঘোষণা করা উচিত।
সভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মুহাম্মদ মাসুম, সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ ও মাওলানা মুহাম্মদ শাহজাহান। দারসুল কুরআন পেশ করেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার সাবেক অধ্যাপক ড. মাওলানা সাইয়্যেদ আবু নোমান।
বক্তব্যে অধ্যাপক পরওয়ার বলেন, পলাতক স্বৈরাচাররা দেশে গুজব ও অপপ্রচার চালাতে পাচার করা টাকা ব্যবহার করছে। আন্তর্জাতিক মহলেও তারা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।
তিনি বলেন, ইসরায়েল নারকীয় গণহত্যার মাধ্যমে পৃথিবীর মানচিত্রে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। নারী-শিশুসহ ফিলিস্তিনিদের হত্যা করে তারা বর্বরতার নতুন ইতিহাস রচনা করছে। বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে এই রাষ্ট্রকে প্রতিহত করতে হবে।
এসময় তিনি জাতিসংঘ ও ওআইসিকে ইসরায়েলকে বয়কট এবং গণহত্যার বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
মাওলানা আবু তাহের বলেন, ইসলামী আন্দোলনের ইতিহাস শহীদ সাহাবায়ে কেরামের রক্ত-আত্মত্যাগে গড়া। সেই পথেই আজ জামায়াত এগিয়ে চলেছে, তাই তারা বারবার ষড়যন্ত্রের শিকার।
ড. আজাদ বলেন, জনগণের কল্যাণে কাজ করাকে অভ্যাসে পরিণত করতে হবে। সমাজ পরিবর্তনের মূল চাবিকাঠি হলো মানবিক, স্বেচ্ছাসেবামূলক ও সচেতনতা কার্যক্রমের সম্প্রসারণ।
মাওলানা শাহজাহান বলেন, ইসলামী অর্থনৈতিক নীতিমালায় ন্যায়বিচার ও স্থিতিশীলতা নিশ্চিত হয়। মোয়ামেলাতের শিক্ষা সমাজে নৈতিক ভিত্তি তৈরি করে।
সভাপতির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, জামায়াত কোনো অস্পষ্ট কর্মসূচি নিয়ে ক্ষমতায় যেতে চায় না। নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক উপায়েই আমরা দেশ পরিচালনার দায়িত্ব নিতে চাই।
More Stories
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আবারও বিক্ষোভ
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে রাজধানীর উত্তরায়। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে ‘ছাত্রজনতা’ ব্যানারে মিছিলটি পরিচালিত হয়। মিছিলে স্বরাষ্ট্র...
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব : বিশ্বে পূর্বশত্রুদের মিত্রে পরিণত হওয়ার অনেক উদাহরণ রয়েছে
অন্তর্বর্তী সরকার প্রো-বাংলাদেশপন্থি পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে দাবি করে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, বিশ্বে পূর্বশত্রুদের মিত্রে...
ভারতের সংখ্যালঘু মুসলিমদের ‘পূর্ণ নিরাপত্তা’ নিশ্চিত করার আহ্বান বাংলাদেশের
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশকে জড়ানোর ভারতের চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি প্রতিবেশী দেশটিকে সংখ্যালঘু মুসলিমদের...
‘ভারতের গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশনে বাংলাদেশে রাজনীতি চলবে না’
প্রতিবেশী দেশ ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ (রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং)-এর কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশে রাজনীতি চলবে না বলে...
পাকিস্তানের কাছে স্বাধীনতার আগের পাওনা ৪.৫২ বিলিয়ন ডলার চাইল বাংলাদেশ
পাকিস্তানের কাছ থেকে ১৯৭১ সালের স্বাধীনতার আগের পাওনা ৪ দশমিক ৫২ বিলিয়ন ডলার দাবি করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাষ্ট্রীয়...
৭১ এর গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়া নিয়ে আলোচনা হয়েছে: পররাষ্ট্র সচিব
১৯৭১ সালের সম্পদ ফেরত ও গণহত্যার জন্য সাধারণ ক্ষমা চাওয়া নিয়ে আলোচনা চালিয়ে নিতে একমত হয়েছে পাকিস্তান। বাংলাদেশের পররাষ্ট্র সচিব...