Read Time:2 Minute, 19 Second

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, দেশের ইতিহাসে সর্বকালের সেরা নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার। রবিবার (১২ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্র্যান্ডসেনের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা জানান।

বৈঠকে রাষ্ট্রদূত গুলব্র্যান্ডসেন ড. ইউনূসের হাতে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরের একটি চিঠি হস্তান্তর করেন।

চিঠিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি নরওয়ের দৃঢ় সমর্থনের কথা উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রদূত গুলব্র্যান্ডসেন বলেন, প্রয়োজনীয় সংস্কার ও অবাধ এবং সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন পরিচালনায় আপনার প্রচেষ্টার প্রতি আমাদের প্রধানমন্ত্রীর জোরালো সমর্থন রয়েছে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমরা একটি উদাহরণ, একটি ঐতিহাসিক উদাহরণ তৈরি করতে চাই। আমাদের লক্ষ্য হলো পরবর্তী জাতীয় নির্বাচনকে দেশের ইতিহাসে সর্বকালের সেরা নির্বাচন হিসেবে উপস্থাপন করা।

তিনি বলেন, বাংলাদেশের আগামী নির্বাচনকে সরকার এযাবৎকালের সেরা করার পরিকল্পনা করছে। যাতে এটি গণতন্ত্রের একটি ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে থাকে।

প্রধান উপদেষ্টা আরো জানান, নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ও সংস্কার কার্যক্রম বাস্তবায়নের কাজ চলছে। বিশ্ব সম্প্রদায়ের সমর্থন এবং অন্তর্বর্তী সরকারের কার্যক্রমকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখার আহ্বান জানান সরকারপ্রধান।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post দুর্নীতির অভিযোগ: মাল্টার নাগরিকত্ব চেয়েও পাননি তারিকের স্ত্রী-কন্যা
Next post সীমান্তে বেড়া নির্মাণে বাংলাদেশের সহযোগিতা আশা করে ভারত: প্রণয় ভার্মা
Close