ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর রাষ্ট্রদূত ও কূটনীতিকরা বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তর এবং গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রমে অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
সোমবার (৯ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা এই সমর্থনের কথা জানান।
প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে এসব তথ্য জানা গেছে।
এই ঘটনাকে ‘বিজয়ের মাসে এক উত্তেজনাপূর্ণ মুহূর্ত’ হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, এটি একটি অসাধারণ উপলক্ষ যা ঢাকায় এবং নয়াদিল্লিতে অবস্থিত ইউরোপীয় কূটনীতিকদের একত্র করেছে।
তিনি বলেন, আপনাদের উপস্থিতি বাংলাদেশকে প্রদত্ত রাজনৈতিক, অর্থনৈতিক, নৈতিক এবং অন্যান্য সহায়তার প্রতিফলন। এটি আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক।
সূত্র জানায়, প্রধান উপদেষ্টা ইউরোপীয় কূটনীতিকদের জানান, জনগণের ব্যাপক অংশগ্রহণে একটি গণঅভ্যুত্থান ঘটে এবং তৎকালীন স্বৈরশাসককে প্রতিবেশী ভারতে পালাতে বাধ্য করে।
ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশের প্রধান মিশন প্রধান মাইকেল মিলার বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তরে সহায়তা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, প্রধান উপদেষ্টার নেতৃত্বে এরই মধ্যে আমাদের সম্পর্কের একটি সুদৃঢ় ভিত্তি রয়েছে। আমরা বিশ্বাস করি, এই অংশীদারত্ব আরও প্রসারিত হবে।
তিনি আরও বলেন, আমাদের বার্তা একটাই—আমরা আপনাদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন জানাই।
সভায় ১৯ জন কূটনীতিক অংশ নেন, যার মধ্যে ১১ জন নয়াদিল্লি থেকে আসেন এবং অন্তত ১৫ জন মতবিনিময় পর্বে অংশগ্রহণ করেন।
আলোচনায় শ্রম অধিকার, মানবাধিকার, রোহিঙ্গা সংকট এবং আন্তর্জাতিক অভিবাসন ইস্যু প্রাধান্য পায়।
প্রধান উপদেষ্টা ইউরোপীয় কূটনীতিকদের কাছে ব্যাংকিং, অর্থনীতি এবং শ্রম খাতে অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার কার্যক্রম তুলে ধরেন।
তিনি অনুরোধ করেন, যেসব ইউরোপীয় দেশের ভিসা অফিস নয়াদিল্লিতে অবস্থিত, তারা যেন সেগুলো ঢাকায় অথবা নিকটবর্তী অন্য কোনো দেশে স্থানান্তর করে। কারণ, ইউরোপে পড়াশোনার জন্য ভিসা পেতে বাংলাদেশের অনেক শিক্ষার্থী সমস্যার সম্মুখীন হচ্ছেন।
ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, সুইডেন, নেদারল্যান্ডস, বেলজিয়াম, বুলগেরিয়া, এস্তোনিয়া, লুক্সেমবার্গ, স্লোভাকিয়া, সাইপ্রাস, হাঙ্গেরি, পোল্যান্ড, পর্তুগাল, স্লোভেনিয়া এবং রোমানিয়ার রাষ্ট্রদূত ও কূটনীতিকরা সভায় উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
More Stories
সকল রাজনৈতিক নেতৃবৃন্দ যাতে নিরাপদে থাকে: সালাহউদ্দিন
ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে দেখা হচ্ছে না বরে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।...
‘চারদিকে ছড়িয়ে থাকা লাখ লাখ হাদির মতো আমিও ভয় পাই না’
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা ও পরবর্তী বাংলাদেশ নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...
দেশে ফিরছেন তারেক রহমান: প্রস্তুত হচ্ছে বাড়ি-কার্যালয়
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। এ উপলক্ষে তার বাসভবন ও কার্যালয়ের সংস্কার কাজ প্রায় সম্পন্ন...
হাদির পরিবারকে সান্ত্বনা প্রধান উপদেষ্টার, সর্বোত্তম চিকিৎসার আশ্বাস
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবারকে সান্ত্বনা ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর...
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, লড়াই চলছে
সুদানে সন্ত্রাসীদের হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শনিবার খুদে বার্তায় এ কথা জানায়। আইএসপিআর...
‘হাদির অস্ত্রোপচারের সময় দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট’
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) অস্ত্রোপচারের সময় দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট...
