Read Time:2 Minute, 25 Second

দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে, এখন গড়ার পালা বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নতুন প্রজন্মকে ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে দক্ষ করে তুলতে হবে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে লালমনিরহাটের আবুল কাশেম কলেজ মাঠে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘দেশে শুধু মেধাবী ডাক্তার বা ইঞ্জিনিয়ার থাকলে হবে না, মেধাবী খেলোয়াড় এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব তৈরি করতে হবে। এজন্য আমরা আগামীতে ক্ষমতায় গেলে খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনে দক্ষ জনবল তৈরিতে কাজ করব।’

তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকাকালীন ‘নতুন কুঁড়ি’ নামে অনুষ্ঠান হতো। আবারো আমরা সুযোগ পেলে সেই কর্মসূচি চালু করব।’

তিনি আরো বলেন, ‘সমাজে ধারণা হলো, ভালো ডাক্তার বা ইঞ্জিনিয়ার তৈরি করতে হবে। কিন্তু আমার ব্যক্তিগত অভিমত হলো, খেলোয়াড় এবং সাংস্কৃতিক কর্মীও দেশ, সমাজ ও পরিবারের জন্য কাজ করবে। এতে কর্মসংস্থান তৈরি হবে। তাদেরকে শিক্ষা দেয়ার জন্য যারা অভিজ্ঞ তাদেরকে নিয়োগ করা হবে। বিএনপি সরকার গঠনে সক্ষম হলে, ভবিষ্যত প্রজন্ম থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড়, আর্কিটেক্ট ও বক্তা তৈরিতে কাজ করবে।’

বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং যুগ্ম-মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post সমন্বয়কদের ওপর হামলা হালকাভাবে দেখছে না সরকার
Next post বিএনপির সঙ্গে ঐকমত্য জামায়াতের
Close