বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাজীপুর জেলা সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক সাংসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের তুখোড় ছাত্রনেতা এ কে এম ফজলুল হক মিলনের আগমনে লস এঞ্জেলেসে ক্যালিফোর্নিয়া বি এন পি এক মত বিনিময় সভার আয়োজন করে গত ১৯ শে নভেম্বর সন্ধ্যায়। সভায় সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া বি এন পি’র সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান।
অনুষ্ঠানের মধ্যমনি এ কে এম ফজলুল হক মিলন বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, বিগত ১৬ বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলন যা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা জেল-জুলুম, গুম-খুন নির্যাতন সহ্য করে চালিয়ে আসছিল, তার একটি সফল পরিণতি টেনেছে এই বৈষম্য বিরোধী আন্দোলন বহু তাজা প্রাণের বিনিময়ে। এটি একটি রীলে রেসের মত।
তিনি উপদেষ্টাদের প্রতি সম্মান জানিয়ে বলেন, আপনারা গণতন্ত্রের রক্ষার জন্য এসেছেন, আমরা আপনাদের কাছে আমানত রেখেছি, লক্ষ্য রাখবেন যাহাতে আমানতের খেয়ানত না হয়।
বিগত ১৬ বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রবাসীরা নিজ নিজ এলাকার নেতা-কর্মীদের যেভাবে আর্থিক সাহায্য সহযোগিতা করেছেন এর জন্য তিনি দলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, স্বৈরাচারী হাসিনা সরকার এমন দুর্নীতি করেছে যে, বাসার কাজের লোকও ৪০০ কোটি টাকার মালিক হয়ে হেলিকপ্টারে চলাফেরা করছে। ছাত্র আন্দোলনের মুখে তিনি যখন পালিয়ে যান তার সাথে যে পাসপোর্ট ছিল সেই পাসপোর্টও শহীদ জিয়ার প্রবর্তিত বাংলাদেশী জাতীয়তাবাদের বাংলাদেশী পাসপোর্ট।
তিনি আরো বলেন, আজ আমি আপনাদের সামনে এই নভেম্বর মাসে, ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস এই মাসকে ঐতিহাসিক করেছে। তিনি বলেন, ১৯৭১ সালে আমরা স্বাধীনতা পেলেও আমরা সত্যিকারভাবে স্বাধীনতা ভোগ করছি ১৯৭৫ সালের ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস এর পর থেকে। স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন দূরদর্শী স্টেটসম্যান। তার ভিশনারী দৃষ্টিতে চালু করা খাল খনন, নিরক্ষরতা দূরীকরণ, বৃক্ষরোপন ইত্যাদি বাংলাদেশের উন্নয়নে আজও চলমান।
তিনি আরো বলেন, আমি ৪০ বছর ধরে বি এন পি’র রাজনীতি করছি, আপনারাও অনেকে এই রকম দীর্ঘ সময় বাংলাদেশী জাতীয়তাবাদের রাজনীতিতে সময় দিয়েছেন। আমার বিরুদ্ধে ১১৫ টি মামলা হয়েছে, ১৬ বার জেলে গিয়েছি, শরীরে এখনও ২৬টি গুলির পিলেট আছে। মাংস কেটে এইগুলো আর বের করা সম্ভব না। আপনাদের উপরও অনেক নির্যাতন হয়েছে। ওর (নিয়াজের) আশা তো আমরা ছেড়েই দিয়েছিলাম। বক্তব্যের শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন জনাব ফজলুল হক মিলন।
ক্যালিফোর্নিয়া বি এন পি’র সাবেক সভাপতি নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন, মোঃ আব্দুল বাসিত, শামসুজ্জোহা বাবলু এবং সাবেক সাধারণ সম্পাদক ডাবলু আমিন ও ডাঃ নিয়াজ মোহাইমেন সহ সিনিয়র সহসভাপতি মাহবুবুর রহমান শাহীন, সাবেক সিনিয়র সহ সভাপতি মোরশেদুল ইসলাম, সহসভাপতি সাইফুল আনসারী চপল, আফজাল হোসেন শিকদার, মার্শাল হক, অপু সাজ্জাদ, শওকত হোসেন আনজিন, হাসনাত খন্দকার, মোঃ শাহাদাত হোসেন শাহীন, যুগ্ম সম্পাদক ফারুক হাওলাদার, বদরুল আলম চৌধুরী, ইলিয়াস মিয়া, লায়েক আহমেদ, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, রফিকুজ্জামান জুয়েল, কামাল হোসেন তরুণ, মহিলা সম্পাদিকা এডভোকেট শামসুন খান লাকী, কাজল, খোরশেদ আলম রতন, ওমর ফারুক টিটু, মহিউদ্দিন বাবর, জন মোহন, ক্যালিফোর্নিয়া বি এন পি’র উপদেষ্টা খন্দকার আলম, জিয়াউর রহমান জিয়া, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান প্রমুখ অতিথিকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ক্যালিফোর্নিয়া বি এন পি’র বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সারা বাংলাদেশ থেকে আসা প্রবাসী সাবেক ছাত্রদল নেতাকর্মীদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।
More Stories
পাঁচ দেশে গমনেচ্ছু বাংলাদেশিদের জন্য সতর্কতা
পাঁচ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। দেশ পাঁচটি হলো- থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়া।...
আজারবাইজান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে (কপ-২৯) যোগ দিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার (১১ নভেম্বর)...
বাংলাদেশিসহ ৮ অভিবাসীকে এবার আলবেনিয়ায় পাঠালো ইতালি
নৌবাহিনীর একটি জাহাজে করে অনিয়মিত অভিবাসীদের দ্বিতীয় একটি দলকে আলবেনিয়া পাঠিয়েছে ইতালি। দলটিতে বাংলাদেশ ও মিশরীয় আট অভিবাসী রয়েছেন। শুক্রবার...
ক্যালিফোর্নিয়া বিএনপি’র উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন
ক্যালিফোর্নিয়ায় জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উদ্যোগে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করা হয়েছে। এ উপলক্ষে স্হানীয় ক্যালিফোর্নিয়া...
সুইজারল্যান্ডে আ. লীগ কর্মীদের হাতে হেনস্তার শিকার আসিফ নজরুল
অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সুইজারল্যান্ডে আওয়ামী লীগের কর্মীদের হাতে হেনস্তার শিকার হয়েছেন। সামাজিক...
শেখ হাসিনার বিরুদ্ধে এবার আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা
ছাত্রজনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই আওয়ামী লীগ সভাপতিসহ তার...