নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন নিয়ে টকশো আয়োজনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এ ধরনের আয়োজন দায়িত্বশীল সাংবাদিকতার মধ্যে পড়ে কিনা, সেটি আমাদের প্রশ্ন। বুধবার (৬ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আমাদের প্রশ্ন হচ্ছে, উনি (সাংবাদিক) দায়িত্বশীল সাংবাদিকতা করেছেন কি না, সেটা দেখা উচিত।
এছাড়া, ফেসবুক পেজ ”ঠিকানায় খালেদ মুহিউদ্দীন” থেকে সাদ্দাম হোসেনকে নিয়ে টকশো আয়োজনের ঘোষণা দেয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। ফেসবুকে দেয়া পোস্টে উল্লেখ ছিল যে, ‘৭ নভেম্বর বৃহস্পতিবার রাত ৯টায়, বাংলাদেশ সময়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে নিয়ে একটি টকশো অনুষ্ঠিত হবে’।
এরপর সামাজিক মাধ্যমে বিভিন্ন মন্তব্য উঠে আসে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ফেসবুকে পোস্টে লেখেন, খালেদ মুহিউদ্দীন ভাই, এর আগে কখনো কি নিষিদ্ধ সংগঠনের কোনো নেতার সঙ্গে টকশো করেছেন? এটি আমাদের শহীদদের সঙ্গে বেইমানি, আমাদের ২ হাজার শহীদের এবং অর্ধলক্ষ রক্তাক্ত ভাই-বোনের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ নিজ ফেসবুক পেজে এক পোস্টে বলেন, নিষিদ্ধ সংগঠনের সভাপতিকে প্রচার করার মাধ্যমে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শহীদদের এবং জাতীয় বিপ্লব ও সংহতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে।
More Stories
পাকিস্তানে ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান, ওয়াটার স্যালুটে অভ্যর্থনা
পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ...
নির্বাচিত হলে পুরোনো কাসুন্দি নিয়ে কামড়াকামড়ি করব না: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জনগণ যদি তাদের পবিত্র মূল্যবান ভোট দিয়ে এই জোট, এই ঐক্যকে নির্বাচিত...
এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা
নতুন রাজনৈতিক দল ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে...
ধানের শীষের সঙ্গে গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দেবেন : তারেক রহমান
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার সঙ্গে সংস্কারের পক্ষে গণভোটে হ্যাঁ-তে রায় দেওয়ার জন্য আহ্বান...
গণভোটের পক্ষে-বিপক্ষে প্রচারণা চালাতে পারবেন না সরকারি চাকরিজীবীরা
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোটকে কেন্দ্র করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ‘হ্যাঁ’ অথবা ‘না’-এর পক্ষে কোনো ধরনের প্রচার-প্রচারণায় অংশ নেওয়া থেকে...
জামায়াত আমাদের ব্যবহার করতে চেয়েছিল: মুফতি রেজাউল করিম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘জামায়াতসহ ৮ দলীয় জোট গঠন করে আমরা এগুচ্ছিলাম। কিন্তু পরবর্তীতে...
