গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন আমরা একটি সহনশীল নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না। সবার সমতা থাকবে।
তিনি বলেন, ‘গরুর বাজার, সবজির বাজার, ট্রাকস্ট্যান্ড, অটোস্ট্যান্ড দখল এবং চাঁদাবাজিসহ নানা অপকর্ম করেছে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ। আমরা আর সেটা দেখতে চাই না। গত ১৫ বছরে তারা দেশটাকে তাদের দলীয় সম্পত্তি মনে করেছে। তারা ভেবেছে, এদেশে অন্য কারো থাকার অধিকার নেই।’
ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে আমতলী উপজেলা নতুন বাজার চৌরাস্তা মোড়ে এক সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ভিপি নুর বলেন, আমাদের ত্যাগের বিনিময় আজ দেশ স্বাধীন হয়েছে।
তিনি বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সবাই ইতিবাচক হন। আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার জন্য সবাই দায়িত্ব নিন যে, বাংলাদেশে কোনো হামলা মামলা থাকবে না। সবাই মিলেমিশে বসবাস করবো আমরা।
তিনি বলেন, গণঅধিকার নতুন দল। আগামী দিনে আমরা ৩০০ আসনে প্রার্থী দেবো।এজন্য দল করা লাগবে না। প্রয়োজনে যারা এই দলের আদর্শ ও উদ্দেশ্যে বিশ্বাস করবে এবং যারা স্থানীয়ভাবে ভালো এবং গ্রহণযোগ্যতা রয়েছে, যাদের মানুষ পছন্দ করে তাদের আমরা নমিনেশন দেবো।
নুরুল হক বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ এবং গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে গণঅধিকার দল তৈরি হয়েছে। দেশে এখন একটা অস্থির সময় অতিবাহিত করছি। এই সময় যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে না পারি তাহলে আমাদের অর্জন ফিকে হয়ে যাবে। বৃহস্পতিবার ঢাকার মিরপুরে সেনাবাহিনীর গাড়িতে দুষ্কৃতকারীরা আগুন দিয়েছে। সামরিক বাহিনী এবং শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে কিন্তু প্রকৃত পক্ষে এই শ্রমিকদের কারা উসকানি দিয়েছে এটা আমাদের খতিয়ে দেখতে হবে।
পথসভায় বরগুনা জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- আমতলী উপজেলা আহবায়ক সাইদুর রহমান ও বরগুনা জেলা যুব অধিকার পরিষদের সভাপতি জামাল সিকদার সৈকত।
More Stories
পাকিস্তানে ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান, ওয়াটার স্যালুটে অভ্যর্থনা
পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ...
নির্বাচিত হলে পুরোনো কাসুন্দি নিয়ে কামড়াকামড়ি করব না: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জনগণ যদি তাদের পবিত্র মূল্যবান ভোট দিয়ে এই জোট, এই ঐক্যকে নির্বাচিত...
এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা
নতুন রাজনৈতিক দল ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে...
ধানের শীষের সঙ্গে গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দেবেন : তারেক রহমান
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার সঙ্গে সংস্কারের পক্ষে গণভোটে হ্যাঁ-তে রায় দেওয়ার জন্য আহ্বান...
গণভোটের পক্ষে-বিপক্ষে প্রচারণা চালাতে পারবেন না সরকারি চাকরিজীবীরা
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোটকে কেন্দ্র করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ‘হ্যাঁ’ অথবা ‘না’-এর পক্ষে কোনো ধরনের প্রচার-প্রচারণায় অংশ নেওয়া থেকে...
জামায়াত আমাদের ব্যবহার করতে চেয়েছিল: মুফতি রেজাউল করিম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘জামায়াতসহ ৮ দলীয় জোট গঠন করে আমরা এগুচ্ছিলাম। কিন্তু পরবর্তীতে...
