সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সাবেক এপিএস, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কসবা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রাশেদুল কাওছার ভূঁইয়া জীবনকে (৫৫) গ্রেপ্তার করেছে ঢাকার পল্টন থানা পুলিশ।
শনিবার (১৯ অক্টোবর) রাতে ঢাকার কাকরাইল এলাকার একটি হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাশেদুল কাওছার ভূঁইয়া জীবনকে ঢাকার পল্টন থানার একটি হত্যা মামলা সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে রবিবার (২০ অক্টোবর) সকালে ১০ দিনের রিমান্ড চেয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়েছে পুলিশ।
রাশেদুল কাওছার ভূঁইয়া জীবন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের কোনাঘাটা গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে কসবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কসবা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস ছিলেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, রাশেদুল কাওছার জীবন ঢাকায় বসবাস করতেন। শনিবার রাতে ঢাকার কাকরাইল এলাকায় চিকিৎসা করতে একটি হাসপাতালে গিয়েছিলেন। সেখান থেকে ঢাকার পল্টন থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির ডাকা এক দফা আন্দোলনের সময় বিএনপির দলীয় কার্যালয়ে ভাংচুর ও লুটপাট হয়। এ সময় বিএনপির কর্মী মকবুল হোসেন গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর ঢাকার পল্টন থানায় একটি হত্যা মামলা হয়েছে। ওই হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে রাশেদুল কাওছার ভূঁইয়া জীবনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কসবা থানার পরিদর্শক (তদন্ত) রিপন দাস বলেন, রাশেদুল কাওছার ভূঁইয়া জীবনকে ঢাকার পল্টন থানার একটি হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করেছে পুলিশ। কসবা থানায় এ পর্যন্ত তার বিরুদ্ধে কেউ কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি। কেউ লিখিত অভিযোগ দায়ের করলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
More Stories
পাকিস্তানে ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান, ওয়াটার স্যালুটে অভ্যর্থনা
পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ...
নির্বাচিত হলে পুরোনো কাসুন্দি নিয়ে কামড়াকামড়ি করব না: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জনগণ যদি তাদের পবিত্র মূল্যবান ভোট দিয়ে এই জোট, এই ঐক্যকে নির্বাচিত...
এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা
নতুন রাজনৈতিক দল ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে...
ধানের শীষের সঙ্গে গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দেবেন : তারেক রহমান
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার সঙ্গে সংস্কারের পক্ষে গণভোটে হ্যাঁ-তে রায় দেওয়ার জন্য আহ্বান...
গণভোটের পক্ষে-বিপক্ষে প্রচারণা চালাতে পারবেন না সরকারি চাকরিজীবীরা
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোটকে কেন্দ্র করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ‘হ্যাঁ’ অথবা ‘না’-এর পক্ষে কোনো ধরনের প্রচার-প্রচারণায় অংশ নেওয়া থেকে...
জামায়াত আমাদের ব্যবহার করতে চেয়েছিল: মুফতি রেজাউল করিম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘জামায়াতসহ ৮ দলীয় জোট গঠন করে আমরা এগুচ্ছিলাম। কিন্তু পরবর্তীতে...
