জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় রাজধানীর বিভিন্ন দেয়ালে নানা ধরনের গ্রাফিতি আঁকা হয়। কিশোর-তরুণ-বিপ্লবীদের আঁকা এসব গ্রাফিতি সশরীরে দেখেছেন প্রধান উপদেষ্টা। আজ বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় বিভিন্ন দেয়ালে আঁকা গ্রাফিতিগুলো হেঁটে দেখেন তিনি।
প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ ‘চিফ অ্যাডভাইজর গভ’ থেকে বিষয়টি জানানো হয়েছে। এ দিকে গ্রাফিতিগুলো দেখে ড. ইউনূস প্রশংসা এবং উচ্ছ্বাস প্রকাশ করেছেন বলে জানিয়েছেন তাঁর সঙ্গে থাকা ঢাবির প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ।
এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের প্লাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এবং আন্দোলনের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।
এ ছাড়াও অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ তাদের সঙ্গে উপস্থিত ছিলেন।

জানতে চাইলে সাইফুদ্দীন আহমেদ বলেন, ক্যাম্পাসে যে গ্রাফিতিগুলো আছে, জুলাই বিপ্লবের সময় যে গ্রাফিতিগুলো আঁকা হয়েছে সেগুলো দেখেছেন প্রধান উপদেষ্টা। তিনি জগন্নাথ হল-শহীদ মিনার ক্রসিংয়ে নেমে পলাশীর দিকে যাওয়ার সড়কে বুয়েট এবং জগন্নাথ হলের দেয়ালে আঁকা গ্রাফিতি তিনি দেখেন।
সাইফুদ্দীন আহমেদ আরও বলেন, ওনাকে আমরা অবহিত করেছি যে, শিক্ষার্থীরা জুলাই বিপ্লবে কর্মসূচি দেওয়া যাচ্ছিল না তখন শিক্ষার্থীরা প্রতিবাদ হিসেবে এগুলো করেন। আমাদের বাচ্চাদের সৃজনশীলতা, বিগত সরকারের প্রতি এক ধরনের ক্ষোভ, ব্যঙ্গাত্মক-প্রতিবাদী ভাষায় লেখা গ্রাফিতিগুলোর প্রশংসা করেছেন তিনি। তিনি উচ্ছ্বসিত হয়েছেন। বিপ্লবের স্পিরিট ধরে রাখার ব্যাপারে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
More Stories
‘চারদিকে ছড়িয়ে থাকা লাখ লাখ হাদির মতো আমিও ভয় পাই না’
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা ও পরবর্তী বাংলাদেশ নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...
দেশে ফিরছেন তারেক রহমান: প্রস্তুত হচ্ছে বাড়ি-কার্যালয়
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। এ উপলক্ষে তার বাসভবন ও কার্যালয়ের সংস্কার কাজ প্রায় সম্পন্ন...
হাদির পরিবারকে সান্ত্বনা প্রধান উপদেষ্টার, সর্বোত্তম চিকিৎসার আশ্বাস
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবারকে সান্ত্বনা ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর...
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, লড়াই চলছে
সুদানে সন্ত্রাসীদের হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শনিবার খুদে বার্তায় এ কথা জানায়। আইএসপিআর...
‘হাদির অস্ত্রোপচারের সময় দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট’
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) অস্ত্রোপচারের সময় দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট...
হাসপাতালে হাদির পরিবারের সঙ্গে দেখা করলেন জুবাইদা রহমান
ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার (১২ ডিসেম্বর)...
