আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে যাচ্ছে বাংলাদেশে। দেশের পররাষ্ট্র সচিব হিসেবে মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তার স্থলে নতুন পররাষ্ট্র সচিব হিসাবে নিয়োগ পাচ্ছেন রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন। সোমবার (২ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মাসুদ বিন মোমেনের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল এ বছরের ৫ ডিসেম্বর। ২০২০ সালের জানুয়ারিতে পররাষ্ট্র সচিব হিসাবে দায়িত্ব নেয়ার পর তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন, তবে সম্প্রতি তার চুক্তি বাতিলের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
এদিকে, জসীম উদ্দিনের নতুন পদ গ্রহণের আনুষ্ঠানিকতা ৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে বলে আশা করা হচ্ছে। তিনি আগে চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন এবং কাতার ও গ্রিসে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, তিনি বিভিন্ন আন্তর্জাতিক মিশনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, বিদায় অনুষ্ঠানে মাসুদ বিন মোমেন বক্তব্য দেন এবং নতুন পররাষ্ট্র সচিব হিসেবে জসীম উদ্দিনের দায়িত্ব গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন।
জসীম উদ্দিনের চাকরির মেয়াদ শেষ হবে ২০২৬ সালের ১২ ডিসেম্বর। তিনি বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ত্রয়োদশ ব্যাচের কর্মকর্তা। আশা করা যাচ্ছে, তার নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে আরো বেশি সক্রিয় ভূমিকা পালন করবে।
More Stories
আনন্দ শোভাযাত্রায় প্রধান আকর্ষণ ছিল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’
পুরোনো ঐতিহ্য ও স্বকীয়তার পাশাপাশি লোক-শিল্প ও জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বড় পরিসরে বাংলা নববর্ষ-১৪৩২ এর আনন্দ শোভাযাত্রা শুরু হচ্ছে অল্প...
ঢাকায় অনুষ্ঠিত ব্যতিক্রমধর্মী ড্রোন শো
‘নতুন বছর, নতুন বাংলাদেশ’ থিমকে সামনে রেখে এবারের বাংলা নববর্ষ ১৪৩২-কে স্বাগত জানিয়ে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী ড্রোন...
আ. লীগের মৃত্যু ঢাকায়, দাফন দিল্লিতে : সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায়, আর দাফন হয়েছে দিল্লিতে।’ সোমবার (১৪...
‘মার্চ ফর গাজা’য় বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরাইল’ পুনর্বহালের দাবি
গাজায় ইসরাইলের আগ্রাসন ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের কর্মসূচি ‘মার্চ ফর গাজা’র ঘোষণাপত্রে বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরাইল’ (ইসরাইল ব্যতীত) লেখাটি...
সরকারের একমাত্র কাজ শেখ হাসিনার বিচার করা: মৎস্য উপদেষ্টা
শেখ হাসিনার বিচার এই মাটিতে এই সরকারের আমলেই হতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের একমাত্র কাজ যদি কিছু থাকে, সেটা হবে শেখ...
‘প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন’
দেশ ও জাতির কল্যাণে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক...